ভারত: ২৬৫/১০
ওয়েস্ট ইন্ডিজ: ১৬৯/১০
দক্ষিণ আফ্রিকা সফরে হোয়াইটওয়াশ হওয়ার পরে সেই বদলা সুদে আসলে মিটিয়ে নিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। প্ৰথম দুই ওয়ানডে অবলীলায় জেতার পরে ওয়েস্ট ইন্ডিজকে ভারত শেষ একদিনের ম্যাচে হারাল ৯৬ রানে। ভারতের ২৬৫ রানের জবাবে ক্যারিবিয়ানরা গুটিয়ে গেল ১৬৯ রানে।
দ্বিতীয় ওয়ানডের মতই তৃতীয় ম্যাচে বল হাতে ঝলসে উঠলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৪ উইকেটের পর এবার তাঁর শিকার সংখ্যা ৩। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওভার পিছু সাড়ে পাঁচের বেশি টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ভারতের পেস ব্যাটারির সামনে ঘায়েল হয়। কৃষ্ণের ৩ উইকেটের পাশাপাশি মহম্মদ সিরাজ নেন ২ উইকেট। দীপক চাহারের সংগ্রহে জোড়া শিকার। সিরিজের প্ৰথম ম্যাচে খেলতে নেমে দুটো আউট করলেন কুলদীপ যাদবও।
আরও পড়ুন: ফের ০ কোহলির! নিকৃষ্টতম পারফরম্যান্সে কুৎসিত রেকর্ডে সুপারস্টার
ক্যাপ্টেন পোলার্ড এদিনও খেলেননি। ২৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। অডিয়ন স্মিথের (৩৬), আলজারি জোসেফ (২৯) এবং অধিনায়ক নিকোলাস পুরান (৩৪) ব্যাট হাতে অবদান না রাখলে ক্যারিবিয়ানরা একশো-ও পেরোত কিনা, সন্দেহ।
সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে যাওয়ায়, ভারত শুক্রবার প্ৰথম একাদশে বেশ কিছু বদল ঘটিয়ে খেলতে নেমেছিল। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় কেএল রাহুল ছিটকে যান। কোভিড সারিয়ে দলে ফেরা শিখর ধাওয়ান ওপেন করতে নামেন রোহিতের সঙ্গে। মিডল অর্ডারে দীপক হুডাকে বাইরে রেখে সুযোগ দেওয়া হয়েছিল শ্রেয়স আইয়ারকে। অলরাউন্ডারের কোটায় শার্দূল ঠাকুরের বদলে দীপক চাহার এবং চাহালের জায়গায় কুলদীপ দলে ঢোকেন।
ভারত টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায়। ৪৩ রানের মধ্যেই তিন উইকেট খুঁইয়ে ফেলে। দলে ফেরা শিখর ধাওয়ান তো বটেই আলঝারি জোসেফের এক ওভারে আউট হয়ে যান রোহিত-বিরাট দুজনে। এরপরে ভারত ম্যাচে ফেরে ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ারের ১১০ রানের পার্টনারশিপে ভর করে। পন্থ ৫৬ করে ফিরলেও শ্রেয়স আইয়ার ঝকঝকে ৮০ করে যান। দুজনের হাফসেঞ্চুরিতেই ভারত ম্যাচে জাঁকিয়ে বসে। এরপরে ওয়াশিংটন সুন্দর (৩৩) এবং দীপক চাহার (৩৮) করে দলকে ৫০ ওভারে ২৬৫ পর্যন্ত পৌঁছে দেন।
ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, দীপক চাহার, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন