scorecardresearch

মুম্বই ইন্ডিয়ান্সে সতীর্থ, তবু সূর্যকুমারকে স্লেজ করলেন পোলার্ড! ম্যাচের শেষে প্রকাশ্যে ঘটনা

আইপিএলে দুজনে একে অন্যের সতীর্থ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সূর্যকুমার যাদবকে স্লেজ করতে ছাড়লেন না পোলার্ড।

মুম্বই ইন্ডিয়ান্সে সতীর্থ, তবু সূর্যকুমারকে স্লেজ করলেন পোলার্ড! ম্যাচের শেষে প্রকাশ্যে ঘটনা

আইপিএল বিভিন্ন দেশের ক্রিকেটারদের কাছাকাছি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে বন্ধুত্বের পরিবেশ গড়ে তুলতে যেমন সাহায্য করেছে, তেমন একে অন্যের সংস্কৃতি জানার সুযোগ করে দিয়েছে ক্রোড়পতি এই লিগ। তাই আইপিএলে খেলার জন্যই আন্তর্জাতিক ক্রিকেটে বাইশ গজে বৈরিতার সেই আবহ তৈরি হয় না। মাঠে হয়ত প্রবল প্রতিপক্ষ হিসাবে হাজির হয়, তবে ম্যাচ শেষে তাঁদের দেখা যায় খোশগল্পে মেতে উঠতে।

রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্ৰথম ওয়ানডেতে আইপিএলে একাধিক সতীর্থ জাতীয় দলের জার্সিতে পরস্পরের মুখোমুখি হলেন। মুম্বই ইন্ডিয়ান্সের দুই তারকা রোহিত শর্মা এবং কায়রণ পোলার্ড ছিলেন দুই দেশের ক্যাপ্টেন। আইপিএলে দুজনে প্রায় এক দশক কাঁধে কাঁধ মিলিয়ে খেলে আসছেন দুজনে। তবে টিম ইন্ডিয়ায় রোহিতই একমাত্র পোলার্ডের প্রতিপক্ষ ছিলেন না। ওপেনার ঈশান কিষান তো বটেই, সূর্যকুমার যাদবও ছিলেন পোলার্ডের সতীর্থ-প্রতিপক্ষ।

আরও পড়ুন: BCCI-এর আর্থিক দৈন্যতায় ত্রাতা! কনসার্টে গেয়ে বিশ্বকাপজয়ী কপিলদের পুরস্কারের ব্যবস্থা লতার

সূর্যকুমার যাদব অপরাজিত ৩৪ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচের শেষে রবিবার টিম ইন্ডিয়ার স্কাই খোলসা করেন খেলা চলাকালীন বন্ধু পোলার্ড তাঁকে স্লেজ করতে দ্বিধা করেননি। সূর্যকুমার ব্যাটিং করার সময়ে পোলার্ড তাঁকে জিজ্ঞাসা করেন, মিড উইকেট ওপেন থাকলেও কেন সূর্যকুমার সেদিকে শট খেলছেন না আইপিএলের মত। সম্প্রচারকারী সংস্থাকে স্কাই বলেন, “পোলার্ড ফিল্ডিং করার সময় আমার উদ্দেশ্যে অনেক কথা বলছিল। বলছিল- মিড উইকেট তো খোলা রয়েছে। আইপিএলের মত ফ্লিক খেলছ না কেন? তবে পরিস্থিতি এখানে আলাদা ছিল। আমি ইনিংসের শেষ পর্যন্ত থাকতে চাইছিলাম।”

১৭৭ রান তাড়া করতে নেমে ভারত শুরুটা দারুণ করেছিল। তবে মাঠে হঠাৎ পরপর উইকেট হারিয়ে ভারত সমস্যায় পড়ে যায়। ৮০/০ থেকে একসময় ১১৬/৪ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তারপরে সূর্যকুমার যাদব এবং অভিষেককারী দীপক হুডা দলকে অপরাজিত ৬২ রানের পার্টনারশিপে লক্ষ্যে পৌঁছে দেন।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ধোনিদের জয়ের জন্য গোটা ম্যাচে উপবাস! লতার রক্তেই ছিল ক্রিকেট-প্রেম

সেই পার্টনারশিপের বিষয়ে বলতে গিয়ে সূর্যকুমার যাদব বলেন, “দুজনের কাছেই পরিস্থিতি একদম পরিস্কার ছিল। হুডাকে কিছু বলতে হয়নি। ও সাত বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলছে। শেষ পর্যন্ত ও থাকলে ওঁর আত্মবিশ্বাস বাড়ত। ওঁর মসনসিকতা বেশ লেগেছে। আত্মবিশ্বাসও ছিল দেখার মত। দুপুরের মত রাতেও পিচ এক ছিল। কিছু পাল্টায়নি। তবে শিশিরের কারণে রান তাড়া করা কিছুটা হলেও সহজ হয়ে গিয়েছিল।”

প্ৰথম ওয়ানডে জিতে ভারত ১-০ এগিয়ে গিয়েছে সিরিজে। বুধবার ফেব্রুয়ারির ৯ তারিখে দ্বিতীয় ওয়ানডেতে নামছে টিম ইন্ডিয়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: India vs west indies suryakumar yadav reveals he was sledged by mumbai indians team mate kieron pollard