ইডেন মাতিয়ে কোহলি-পন্থের হাফসেঞ্চুরি! সিরিজ জিতে 'চক দে' ইন্ডিয়া

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি২০-তে খেলতে নেমেছিল ভারত। প্ৰথমে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান ঈশান।

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি২০-তে খেলতে নেমেছিল ভারত। প্ৰথমে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান ঈশান।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারত: ১৮৬/৫
ওয়েস্ট ইন্ডিজ: ১৭৮/৪

Advertisment

১০০ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েও শেষ রক্ষা করতে পারলেন না পুরান-পাওয়েল জুটি। ভারতের বিরুদ্ধে বিশাল রান তাড়া করে হেরে সিরিজ খুঁইয়ে বসল ক্যারিবিয়ানরা। কোহলি-পন্থের জোড়া শতরান এবং ভেঙ্কটেশ আইয়ারের শেষদিকের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ভারত ১৮৬ তুলেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ১৭৮-এর বেশি তুলতে পারল না। ইডেনে টানা দুটো ম্যাচ জিতে সিরিজ জিতে নিল ভারত। দ্বিতীয় টি২০-তে জয় এল ৮ রানের ব্যবধানে।

ওভার পিছু প্রায় সাড়ে নয়ের কাছাকাছি রান তুলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দুই ওপেনারকেই হারিয়েছিল চাহাল-বিশ্নোইয়ের কাছে। এরপরে ক্যারিবিয়ানদের ভরসা জুগিয়ে দুরন্ত ব্যাটিংয়ে ভারতীয় শিবিরে ত্রাস হিসাবে আবির্ভূত হয়েছিলেন পুরান (৪১ বলে ৬২) এবং রভম্যান পাওয়েল (৩৬ বলে ৬৮)। ১০০ রানের পার্টনারশিপে দুজনেই হাফসেঞ্চুরি করে যান।

Advertisment

আরও পড়ুন: ধাওয়ান নন, প্রীতির পাঞ্জাবে ক্যাপ্টেন হচ্ছেন এই তারকা! বিরাট ইঙ্গিত ফ্র্যাঞ্চাইজির

একসময় জয়ের লক্ষ্যেই এগিয়ে চলছিল ক্যারিবিয়ানদের ইনিংস। শেষ তিন ওভারে জয়ের জন্য দরকার ছিল ৩৯ রান। ছিলেন ক্রিজে টিকে যাওয়া পুরান-পাওয়েল। হর্ষল প্যাটেল ১৮ তম ওভারে ১০ রান খরচ করার পরে শেষ দু ওভারে জয়ের জন্য টার্গেট গিয়ে দাঁড়ায় ২৯-এ।

ভুবনেশ্বর কুমার দুরন্ত বোলিংয়ে ১৯ তম ওভারে মাত্র ৪ রান খরচ করে পুরানকে তুলে নেন। তারপরে শেষ ওভারে হর্ষল প্যাটেলের ওভারে পোলার্ড-পাওয়েল ১৬ রান তুললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

তার আগে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন কায়রণ পোলার্ড। ভারত স্কোরবোর্ডে ১৮৬/৫ তুলেছিল জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে। পাওয়ার প্লে-র পরের ওভারেই রোহিতকে হারিয়েছিল ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হয়ে যান ঈশান কিষানও।

আরও পড়ুন: ক্যাপ্টেন মর্গ্যান, ভাইস-ক্যাপ্টেন রায়না! IPL-এর এই অবিক্রিত একাদশ ঝড় তুলবে যেকোনও মাঠে

৫৯/২ হয়ে যাওয়ার পরে ভারত একসময় একটু সমস্যায় পড়ে যায়। তবে পন্থ-কোহলি দুজনেই হাফসেঞ্চুরি হাঁকিয়ে যান। কোহলি ৪১ বলে ৫২ করে যাওয়ার পরে ব্যাটে ঝড় তুলে ২৮ বলে ৫২ করে যান। শেষের দিকে ভেঙ্কটেশ আইয়ার আইপিএলের ফর্ম দেখিয়ে ১৮ বলে ৩৩ করে দলকে বড় রানের প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়া নিশ্চিত করেন।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, রবি বিশ্নোই

West Indies Eden Gardens Indian Cricket Team Indian Team