কোহলির ব্যাটে রানের অবস্থা ক্রমশ খারাপ থেকে খারাপতর জায়গায় পৌঁছল। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে কোহলি দু বল খেলে শূন্য রানে আউট হয়ে গেলেন। আলজারি জোসেফের বলে কোহলি লেগ সাইডে ব্যাটের কানায় বল লাগিয়ে উইকেটকিপার সাই হোপের হাতে ক্যাচ তুলে বিদায় নেন।
সবমিলিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোহলিট নামের পাশে মাত্র ২৬ রান। ২০১৩ সালের পরে এটাই কোহলির কেরিয়ারে সবথেকে খারাপ ওয়ানডে সিরিজ। ২০১৩-র ডিসেম্বরে কেরিয়ারের নিকৃষ্টতম ওয়ানডে সিরিজে কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৩১ করেছিলেন।
আরও পড়ুন: রাজনীতির শিকার ঋদ্ধিমান! বাদ পড়ার খবর চাউর হতেই বঙ্গতারকার পাশে কিরমানি
ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এটা আবার কোহলির কেরিয়ারে দ্বিতীয় নিকৃষ্টতম। ২০১২/১৩-য় পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে তিন ম্যাচে কোহলির ব্যাট থেকে বেরিয়েছিল মাত্র ১৩ রান। কোহলি চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করলেন ৮.৬৬ গড়ে।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজে কোহলির সবথেকে খারাপ পারফরম্যান্স:
২০১৩, ১৩ রান বনাম পাকিস্তান
২০২২, ২৬ রান বনাম ওয়েস্ট ইন্ডিজ
২০১৩, ৩১ রান বনাম দক্ষিণ আফ্রিকা
এছাড়াও কোহলি সবমিলিয়ে ওয়ানডে কেরিয়ারে ১৫তা শূন্য করার নজির গড়ে ফেললেন। ভারতের হয়ে টপ অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে বেশিবার শূন্য করার তালিকায় কোহলি পেরিয়ে গেলেন বীরেন্দ্র শেওয়াগ এবং সুরেশ রায়নাকে। সবথেকে বেশিবার শূন্য করার তালিকায় এখনও অবশ্য কোহলি শচীন, সৌরভ এবং যুবরাজ সিংদের থেকে পিছনে রয়েছেন। ঘরের মাঠে সবথেকে বেশিবার শূন্য করার নিরিখে কোহলি ছুঁয়ে ফেললেন হরভজন সিং এবং সুরেশ রায়নাকে (৮বার)।
আরও পড়ুন: শনিবারই IPL-এ ১০ দলের সুপারহিট নিলাম! কখন, কোন চ্যানেলে দেখা যাবে, জানুন
ম্যাচে ভারত টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায়। ৪৩ রানের মধ্যেই তিন উইকেট খুঁইয়ে ফেলে। দলে ফেরা শিখর ধাওয়ান তো বটেই আলঝারি জোসেফের এক ওভারে আউট হয়ে যান রোহিত-বিরাট দুজনে। এরপরে ভারত ম্যাচে ফেরে ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ারের ১১০ রানের পার্টনারশিপে ভর করে। দুজনেই হাফসেঞ্চুরি হাঁকিয়ে যান। এরপরে ওয়াশিংটন সুন্দর (৩৩) এবং দীপক চাহার (৩৮) করে দলকে ৫০ ওভারে ২৬৫ পর্যন্ত পৌঁছে দেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন