Advertisment

চাহাল-সুন্দরে ভয়ঙ্কর ভারত! ঐতিহাসিক ম্যাচে সহজ জয়ে যাত্রা শুরু নেতা রোহিতের

প্ৰথম ওয়ানডেতে ভারতের সামনে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজের। রোহিত শর্মার টিম ইন্ডিয়ার কাছে একেবারে পর্যুদস্ত হল ক্যারিবিয়ানরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ওয়েস্ট ইন্ডিজ: ১৭৬/১০
ভারত: ১৭৮/৪

Advertisment

দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক…
বিদেশে দক্ষিণ আফ্রিকার পিচে ওয়ানডেতে অপমান সয়ে হোয়াইটওয়াশ হজম করেছিল ভারত। দেশের মাটিতে ঘূর্ণিকে বন্ধু বানিয়ে ফের একবার দাপটে ভঙ্গিতে পথ চলা শুরু হল রোহিত শর্মার টিম ইন্ডিয়ার। চাহাল-ওয়াশিংটনদের স্পিনের মায়াজালে মাত্র ১৭৬-এ অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই রান তাড়া করতে নেমে ভারত লক্ষ্যে পৌঁছল মাত্র ২৮ ওভারে। হাতে ৬ উইকেট নিয়ে।

ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে রোহিত করে গেলেন ৬০। বাকিরাও ব্যাট হাতে যোগ্য সহায়তা করলেন।

আরও পড়ুন: প্রথা ভাঙল ভারত! ক্যাপ্টেন রোহিত নন, হুডার হাতে ডেবিউ ক্যাপ দিলেন কোহলি

আহমেদাবাদে ১০০০তম আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নেমেছিল ভারত। সেই ম্যাচ স্মরণীয় করে রাখল টিম ইন্ডিয়া। টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন রোহিত, রাতের দিকে শিশিরের কথা ভেবে।

তবে ব্যাট করতে নেমে ব্যাটিং সহায়ক পিচে নূন্যতম লড়াই-ই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। পুরো পঞ্চাশ ওভার খেলার আগেই ক্যারিবিয়ানরা অলআউট হয়ে যায় ৪৪ ওভারের মধ্যেই।

ওয়াশিংটন সুন্দর এবং চাহাল দুজনে মিলে ৭ উইকেট তুলে ক্যারিবীয় ব্যাটিং একেবারে ধসিয়ে দেন। দুই স্পিনার এবং কৃষ্ণ-সিরাজদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ একসময় ৭৯/৭ হয়ে যায়। সেখান থেকে অষ্টম উইকেটে ফ্যাবিয়েন এলেন এবং জেসন হোল্ডার ৭৮ রানের পার্টনারশিপ গড়ে কোনওরকমে দলীয় স্কোর দেড়শ পার করান। হাফসেঞ্চুরিয়ন হোল্ডারকে (৫৭) প্রসিদ্ধ কৃষ্ণ ফেরানোর।পরে বাকি দুই উইকেট দ্রুত হারিয়ে ক্যারিবিয়ানরা ১৭৬-এ ফুলস্টপ ফেলে নিজেদের ইনিংসে।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী ছোটদের কীর্তিতে উচ্ছ্বসিত সৌরভ-শাহরা! লাখ-লাখ টাকার পুরস্কার ঘোষণা

এই রান তাড়া করতে নেমে রোহিত-ঈশানের ওপেনিং জুটি শুরুতেই ৮০ তুলে দেওয়ার পরে ম্যাচ আরও সহজ হয়ে যায়। এলঝারি জোসেফ পরপর রোহিত (৬০), বিরাটকে (৮) ফেরানোর পরে ঈশান কিষান (২৮) এবং ঋষভ পন্থও (১১) দ্রুত আউট হয়ে যাওয়ার পরে ভারত একসময় ১১৬/৪ হয়ে গিয়েছিল। সেখান থেকে অঘটনের সম্ভবনা নির্মূল করে অপরাজিত ৬২ রানের পার্টনারশিপ গড়ে যান অভিষেক হওয়া দীপক হুডা (২৬) এবং সূর্যকুমার যাদব (৩৪)।

ভারতের প্ৰথম একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষান, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ, মহাম্মদ সিরাজ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Indian Team West Indies Rohit Sharma
Advertisment