Advertisment

IND-W vs BAN-W: মেয়েদের ক্রিকেটেও হার! ভারতের সামনে ঘরের মাঠে মাথা নিচু করে পরাজয় টাইগার মহিলাদের

IND-W vs BAN-W t20 series: এই জয়ের ফলে, পাঁচ ম্যাচের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

author-image
IE Bangla Sports Desk
New Update
BCCI, India

BCCI-India: বাংলাদেশের সঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ম্যাচের এক মুহূর্ত। (ছবি সৌজন্যে- বিসিসিআই)

India beat Bangladesh: বাংলাদেশের মহিলাদের বিরুদ্ধে সিলেটে প্রথম টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ৪৪ রানে জিতল ভারতীয় মহিলা দল। এই জয়ের ফলে, পাঁচ ম্যাচের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল। ম্যাচে ভারতীয় পেসার রেণুকা সিং ১৮ রানে তিন উইকেট নিয়েছেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন রেণুকা। এর আগে উইমেনস টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)-এর দ্বিতীয় মরশুমে রেণুকার দল জয়ী হয়েছে। কিন্তু, এই ভারতীয় পেসার টানা আট ম্যাচে ডব্লিউপিএলে কোনও উইকেট পাননি। সেই হিসেবে রবিবারের তিন উইকেট শিকার, রেণুকার কাছে তাঁর পারফরম্যান্স ফিরে পাওয়াও।

Advertisment

রবিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেটে তোলে ১৪৫ রান। জবাবে বাংলাদেশ তোলে ৮ উইকেটে ১০১।

সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের টি-২০ বিশ্বকাপের আগে এই টি-২০ সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এদিনের ম্যাচে টস অবশ্য ভারতই জিতেছিল। ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ওপেনার শেফালি ভার্মা ও সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা দ্রুত রান তোলার চেষ্টা চালান। মান্ধানা অবশ্য নয় রানে ফারিহা তৃষ্ণার বলে বোল্ড হন।

আরও পড়ুন- যা বেরো মাঠ থেকে! গুজরাট সুপারস্টারের সঙ্গে মাঠেই অসভ্যতা কোহলির, ঝড় উঠল এক কাণ্ডেই, দেখুন

শেফালি ভার্মা ২২ বলে ৩১ রান করেন। তিন নম্বর ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়া ২৯ বলে ৩৬ রান করেন। দু'জনকেই আউট করেন রাবেয়া খান। অফ-স্পিনার ফাহিমা খাতুনের বলে সুইপ করতে গিয়ে লেগ বিফোর হন হরমনপ্রীত কউর। তিনি ২২ বলে ৩০ রান করেন। এটা ছিল সজীবন সাজনার অভিষেক ম্যাচ। তিনি ১১ রান করে রাবেয়ার বলে আউট হন। ভারতের রান তাড়া করতে নেমে বাংলাদেশের দিলারা আক্তার ৮ রান করেন। শোভন মোস্তারি আউট হন ৬ রানে। মুর্শিদা খাতুন করেন ১৩ রান। অধিনায়ক নিগার সুলতানা ৪৮ বলে ৫১ রান করেন। তিনি ৫ট চার এবং ১টি ছয় মারেন। পূজা বস্ত্রকার ২টি উইকেট পান। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ।

India Bangladesh Cricket Bangladesh T20
Advertisment