Advertisment

শতরান হল না, চার রান আগেই আউট ধাওয়ান

কনকাশনে ছিটকে যাওয়া ঋষভ পন্থের বদলে প্রথম একাদশে এদিন রাখা হল মণীশ পাণ্ডেকে। পাশাপাশি শার্দুল ঠাকুরকে বাদ দিয়ে নেওয়া হয়েছে নভদীপ সাইনিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Shikhar Dhawan

হাফসেঞ্চুরি করে দলকে টানছেন ধাওয়ান (বিসিসিআই টুইটার)

প্রথম ম্যাচে ব্যাটিংয়ের ভরাডুবি ঘটেছিল। আড়াইশোর কিছু বেশি রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরল ভারতীয় ব্যাটিং। রোহিত-ধাওয়ান সুপারহিট! রোহিত হাফসেঞ্চুরির আগে ফিরে গেলেও, ধাওয়ান অর্ধশতরান পূর্ণ করে ব্যাটিং করছিলেন। তবে শতরান পূর্ণ করার ঠিক চার রান আগে আউট হয়ে যান তিনি। ওপেনিং পার্টনারশিপে ভারত ৮১ তুলেছে।

Advertisment

আগের ম্যাচের ভুল শুধরে কোহলি তিন নম্বরে খেলছেন। তিনি আপাতত ২৮ রানে ব্যাটিং করছেন। ৩২ ওভার শেষে ভারত ২ উইকেট হারিয়ে ১৯৮। কোহলি হাফসেঞ্চুরির মুখে দাঁড়িয়ে।

এদিকে, প্রথম ম্যাচের পুনরাবৃত্তিই হল। টসে হেরে বসলেন কোহলি শুরুতেই। প্রথমে ব্য়াট করতে নামবে ভারত। অস্ট্রেলিয়া রান চেজ করে আগের ম্যাচের রণকৌশলই ধরে রাখল। আগের ম্যাচের একাদশ থেকে দুটো পরিবর্তন ঘটিয়ে এদিন খেলতে নামছে ভারত।

কনকাশনে ছিটকে যাওয়া ঋষভ পন্থের বদলে প্রথম একাদশে এদিন রাখা হল মণীশ পাণ্ডেকে। পাশাপাশি শার্দুল ঠাকুরকে বাদ দিয়ে নেওয়া হয়েছে নভদীপ সাইনিকে। আগের ম্যাচের মতোই তিন ওপেনারে খেলতে নামছেন কোহলিরা। এর অর্থ লোকেশ রাহুল ফের একবার ঋষভ পন্থের অনুপস্থিতিতে উইকেটকিপিং করবেন। তবে দেখার কোহলি ব্যাটিং অর্ডারে নিজের তিন নম্বরে নামেন নাকি আগের ম্যাচের মতো চার নম্বরে দেখা যাবে!

অস্ট্রেলিয়া নিজেদের প্রথম একাদশ অপরিবর্তিত রেখেছে।

আরও পড়ুন আর একটা শতরান! তাতেই পণ্টিংকে পেরিয়ে শচীনকে স্পর্শ করবেন কোহলি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাজকোটে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে দুরমুশ হওয়ার পরে কোহলিদের সামনে এই ম্যাচ ঘুরে দাঁড়ানোর। ব্যাটে-বলে দু-বিভাগেই ব্যর্থ হয়েছে ভারত। কোহলি নিজে দল নির্বাচনের কারণে সমালোচিত হয়েছেন। নিজের দোষ পরোক্ষে স্বীকারও করে নিয়েছেন ক্যাপ্টেন কোহলি।

যাইহোক, কোহলি এদিন রেকর্ডের সামনে। তিন অথবা চার- যে নম্বরেই ব্যাটিং করুন কেন কোহলি, মহাতারকার সামনে থাকছেন দুই কিংবদন্তি। একজন রিকি পণ্টিং। অন্যজন স্বদেশীয় শচীন রমেশ তেন্ডুলকর। রাজকোটে আর একটা শতরানেই পণ্টিংকে পেরিয়ে যাবেন কিং কোহলি। ক্রিকেট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ৪২টি শতরান হাকানোর বিরল নজিরও অর্জন করবেন তিনি। অধিনায়ক হিসেবে কোহলি আপাতত পণ্টিংয়ের সঙ্গে ৪১টি শতরানে যুগ্মভাবে তালিকার শীর্ষে।

আরও পড়ুন চুক্তি বাতিলে হতাশ! কবে অবসরে ধোনি, এবার প্রকাশ্যে দিনক্ষণ

পাশাপাশি রাজকোটে শতরান হাকালে শচীনকে ছুয়ে ফেলবেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবথেকে বেশি শতরান হাকানোর নজির রয়েছে শচীনের। অজিদের বিরুদ্ধে ৯টা শতরান করেছেন মাস্টার ব্লাস্টার। কোহলি ৮টি শতরানে দু-নম্বরে রয়েছেন। ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবথেকে বেশি রান সংগ্রাহকের তালিকায় বিরাট আবার তিন নম্বরে রয়েছেন। শচীন ও রোহিতের পরে।

ভারত একাদশ- শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা

অস্ট্রেলিয়া একাদশ- ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারে, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন এবং অ্য়াডাম জাম্পা।

Cricket Australia BCCI
Advertisment