Advertisment

কমনওয়েলথ গেমস ফের আয়োজনে মরিয়া আইওসি

২০২২ সালের জুনে বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথে শুটিংকে বাদ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সংগঠকরা। তার জায়গায় মহিলা ক্রিকেট, প্যারা টেবিল টেনিস এবং বিচ ভলিবলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Commonwealth Games

কমনওয়েলথ গেমস (ফেসবুক)

শ্যুটিং না রাখায় ২০২২-এ কমনওয়েলথ গেমস বয়কটের হুমকি দিয়েছিল ভারত। তবে বয়কটের পথ থেকে সরে আসছে দেশের অলিম্পিক সংস্থা। শক্তিশালী দল পাঠানোর আশ্বাসই দিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। পাশাপাশি দিল্লিতে বার্ষিক সাধারণ সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ অথবা ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন করার জন্য বিডও দেওয়া হবে।

Advertisment

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব রাজীব মেহতা সাংবাদিকদের জানিয়েছেন, "অনেক আলোচনার পরে বয়কটের হুমকি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে শক্তিশালী দল গঠনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। ২০২৬ অথবা ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ঝাঁপাব আমরা।"

আরও পড়ুন ২০২২ সালের কমনওয়েলথ গেমস কেন বয়কট করতে চায় ভারতীয় ওলিম্পিক অ্যাসোসিয়েশন

ভারত বয়কট থেকে সরে আসার বিষয়টি স্বাগত জানিয়েছে কমনওয়েলথ গেমস ফেডারেশন। সংস্থার সভাপতি ডামে লুইস জানিয়েছেন, "কমনওয়েলথ গেমস ফেডারেশন সহ ক্রীড়াজগত আনন্দিত যে আইওএ তাদের বার্ষিক সাধারণ সভায় ২০২২ বার্মিংহ্যাম টুর্নামেন্টে অংশগ্রহণ করার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করেছে।"

আরও পড়ুন বয়কটের হুমকি প্রত্য়াহার, বার্মিংহ্য়াম কমনওয়েলথে প্রতিনিধিত্ব চূড়ান্ত করল ভারত

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, "নারিন্দার বাত্রার নেতৃত্বে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের যোগাযোগ আরও সুদৃঢ় হয়েছে। আমরা ভবিষ্যতেও একত্রে কাজ করতে চাই। ভারত আরও একটি কমনওয়েলথ গেমস আয়োজন করতে চায়, এমনটাও বেশ সদ্ব্যর্থক।"

২০২২ সালের জুনে বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথে শুটিংকে বাদ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সংগঠকরা। তার জায়গায় মহিলা ক্রিকেট, প্যারা টেবিল টেনিস এবং বিচ ভলিবলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯৯৮ সালের পর এই প্রথম কমনওয়েলথ গেমসে অর্ন্তভুক্ত করা হল মহিলাদের টিটোয়েন্টি ক্রিকেট। তারই প্রতিবাদে অসন্তোষ প্রকাশ করেছিল ভারত।

Read the full article in ENGLISH

CWG 2018
Advertisment