ফের অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ: মেলবোর্নে সিরিজ ২-১ করল ভারত

শেষ দিনের বৃষ্টিধোয়া প্রথম সেশনের পর খেলা শুরু হওয়ার পাঁচ ওভারের মধ্যে অভীষ্ট জয় পেয়ে যায় বিরাট বাহিনী। এ টেস্টে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন জসপ্রীত বুমরা।

শেষ দিনের বৃষ্টিধোয়া প্রথম সেশনের পর খেলা শুরু হওয়ার পাঁচ ওভারের মধ্যে অভীষ্ট জয় পেয়ে যায় বিরাট বাহিনী। এ টেস্টে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন জসপ্রীত বুমরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Jasprit Bumrah

দু ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা বুমরা (ছবি-টুইটার/বিসিসিআই)

মেলবোর্ন টেস্ট জিতে নিল ভারত। পঞ্চম দিনে ভারতের দরকার ছিল দু উইকেট। কামিন্সের প্রতিরোধ চতুর্থ দিন ভারতকে জয়ের থেকে দূরে রেখেছিল। আজ পঞ্চম দিনে সেই প্রতিরোধের কাঁটা উপড়ে ফেললেন জসপ্রীত বুমরা। এ টেস্টে ৯ উইকেট নিয়ে তিনিই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। কামিন্স আউট হওয়ার পরে লিয়ঁর উইকেটটি তুলে নেন ইশান্ত শর্মা। দ্বিতীয় ইনিংসে বুমরা এবং রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিয়েছেন।

Advertisment

মেলবোর্নের জয় ভারতের ১৫০ তম টেস্ট জয়। এর ফলে বর্ডার-গাভাসকর সিরিজে ২-১ ফলে এগিয়ে রইল ভারত।

পঞ্চম দিনের সকালে ভারতের জয় পিছিয়ে দেন কামিন্স নন, বরুণ দেব। প্রবল বৃষ্টিতে ধুয়ে যায় প্রথম সেশন। দ্রুত মধ্যাহ্নভোজের বিরতির সিদ্ধান্ত নেন আম্পায়াররা। কিন্তু লাঞ্চের পর খেলা শুরু হতে ভারতকে আর আটকে রাখা য়ায়নি। পাঁচ ওভারেরও কম বল করে প্রয়োজনীয় দুটি উইকেট তুলে নেয় ভারত। গতকালের স্কোরের সঙ্গে এদিন আর মাত্র চার রান যোগ করতে পারে অজিরা।

Advertisment

১৯৮১ সালের পর এই প্রথম মেলবোর্নে টেস্ট জিতল ভারত। এবং এই প্রথমবার বক্সিং ডে টেস্ট জেতার কৃতিত্বেরও অংশীদার হল তারা।

cricket Test cricket