Advertisment

না খেলেই বিশ্বকাপের মূলপর্বে ভারত

যোগ্যতা নির্ণয় পর্বের ষষ্ঠ রাউন্ডে ২০১৯ এর জুলাই থেকে নভেম্বরের মধ্যেই মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। আইসিসির চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী প্রতিটি দল একে অন্যের সঙ্গে তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলার কথা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট চ্যাম্পিয়ন্সশিপে ভারত, পাকিস্তান দুই দলের পয়েন্টই ভাগাভাগি করল আইসিসি। এর ফলে আগামী বছর বিশ্বকাপে ভারত সরাসরি যোগ্যতা অর্জন করে ফেলল। রাজনীতির কারণে ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়া সম্ভব নয়। সেইজন্যে আইসিসি মহিলা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেকনিক্যাল কমিটি ফোর্স মেজর ক্লজ অনুযায়ী পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হল।

Advertisment

সমান পয়েন্ট অর্জনের পরেই ভারত প্রাপ্ত ২৩ পয়েন্ট নিয়ে প্রথম চার দলের মধ্যে থাকা পাকা করে। এতেই নিশ্চিত হয়ে যায় ভারত ২০২১এর আইসিসি মহিলাদের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করার বিষয়টি।

আগামী বছর ফেব্রুয়ারির ৬ থেকে মার্চের ৭ তারিখ পর্যন্ত বিশ্বকাপের আসর বসছে নিউজিল্যান্ডে। ভারত ছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাও এই ইভেন্টে যোগ্যতা অর্জন করে ফেলেছে।

প্রথম চার দল এবং আয়োজক হওয়ার সুবাদে নিউজিল্যান্ড এই বিশ্বকাপে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে। বাকি তিনটে জায়গার জন্য লড়াই এবার দশ দলের। জুলাই মাসের ৩-১৯ তারিখ শ্রীলঙ্কায় বিশ্বকাপের যোগ্যতা নির্নায়ক পর্বের আসর বসবে। যদিও বর্তমানে ভাইরাস সংক্রমণের কারণে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে।

যোগ্যতা নির্ণয় পর্বের ষষ্ঠ রাউন্ডে ২০১৯ এর জুলাই থেকে নভেম্বরের মধ্যেই মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। আইসিসির চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী প্রতিটি দল একে অন্যের সঙ্গে তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলার কথা ২০১৭ থেকে ২০২০ এর মধ্যে। এর আগে ভারত পড়শি দেশে খেলতে অস্বীকার করায় পাকিস্তানকে পূর্ন পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত ভারত-পাকিস্তান ছাড়াও করোনার কারণে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজ বাতিল করা হয়েছে। টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ওই দুই সিরিজে অংশগ্রহণকারী দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে।

Women Cricket
Advertisment