IND W vs NZ W Highlights: বিশ্বকাপে কিউয়ি বধ, কোন অঙ্কে সেমিফাইনাল কনফার্ম হবে ভারতের?

India Women vs New Zealand Women Highlights: হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করল। সেমিফাইনালের জন্য এই ম্য়াচটা টিম ইন্ডিয়ার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।

India Women vs New Zealand Women Highlights: হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করল। সেমিফাইনালের জন্য এই ম্য়াচটা টিম ইন্ডিয়ার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Women Cricket Team (7)

জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের উল্লাস

India vs New Zealand: হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025) গুরুত্বপূর্ণ ম্য়াচে নিউজিল্যান্ডের (IND W vs NZ W) বিরুদ্ধে জয়লাভ করল। সেমিফাইনালের যোগ্যতা অর্জন করার জন্য এই ম্য়াচটা টিম ইন্ডিয়ার (Indian Women Cricket Team) কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। অবশেষে টিম ইন্ডিয়া বাজিমাত করেছে। এই ম্য়াচে ভারত ৫৩ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালের সিট কার্যত কনফার্ম করেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে শেষ চারে নিজেদের আসন সুনিশ্চিত করেছে। এবার চতুর্থ দল হিসেবে টিম ইন্ডিয়ার জায়গা প্রায় পাকা হয়েই গেল।

Advertisment

বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে ম্য়াচ

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ ম্য়াচটি আরও একবার বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে। টিম ইন্ডিয়ার ব্যাটিং ৪৮ ওভার পর্যন্ত হয়েই গিয়েছিল। আচমকা নামে বৃষ্টি। অনেকক্ষণ ধরে তা চলে। এরপর আম্পায়াররা সিদ্ধান্ত নেন যে এই ম্য়াচটি ৪৯ ওভার করে খেলা হবে। বৃষ্টি থামার পর টিম ইন্ডিয়া আরও ১ ওভার ব্যাট করে। ৪৯ ওভারে ভারত তিন উইকেট হারিয়ে ৩৪০ রান করেছিল। এর পিছনে সবথেকে বড় অবদান রয়েছে স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়ালের। এই ম্য়াচে দুজনেই শতরান করেন।

স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল খেললেন বড় ইনিংস

এই ম্য়াচে স্মৃতি মান্ধানা ৯৫ বলে ১০৯ রান করেন। তিনি ১০ চার এবং ৪ ছক্কা হাঁকিয়েছেন। এরপর প্রতীকা রাওয়াল ১৩৪ বলে ১২২ রান করেন। তিনি ১৩ চার এবং ২ ছক্কা হাঁকান। দুজনের মধ্যে প্রথম উইকেটে ২০০ রানেরও বেশি পার্টনারশিপ গড়ে ওঠে। এখানেই টিম ইন্ডিয়ার জয়ের ভিত মজবুত হয়ে যায়। পরে জেমিমা রডরিগস ৫৫ বলে ৭৬ রান করেন। যদিও অধিনায়ক হরমনপ্রীত কৌরের ব্যাট এখনও পর্যন্ত নীরবই রয়েছে। তিনি ১১ বলে ১০ রান করেন।

Advertisment

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে টার্গেট পেল নিউজিল্যান্ড

ভারতীয় ক্রিকেট দল ৪৯ ওভারে ৩৪০ রান করেছিল। অর্থাৎ, এই ম্য়াচ জিততে হলে নিউজিল্যান্ডকে ৩৪১ রান করতে হত। কিন্তু, নিউজিল্যান্ডের ইনিংস শুরু হওয়ার আগে ফের হালকা বৃষ্টি নামে। এরপর আম্পায়াররা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে কিউয়ি ব্রিগেডকে জয়ের জন্য ৪৪ ওভারে ৩২৫ রানের টার্গেট দেয়। এটা যথেষ্টই বড় স্কোর ছিল। এবং শুরুয়াতি ধাক্কায় নিউজিল্যান্ড বিপর্যস্ত হয়ে পড়ে।

শুরুর ধাক্কা সামলাতে পারেনি নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটার সুজি বেটস এমন একটা সময় আউট হয়ে গেলেন, যখন দলের স্কোর মাত্র ১ ছিল। এরপর অ্যামেলিয়া কের এবং জর্জিয়া প্লিমারের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। যখন দলের স্কোর ৫১ ছিল, সেইসময় জর্জিয়া প্লিমার আউট হয়ে যায়। এর কিছুক্ষণ পর সোফি ডিভাইনও আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। আর এখান থেকেই ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। সোফি মাত্র ৬ রান করতে পারেন। এরপর যা উইকেটের পতন শুরু হল, শেষপর্যন্ত আর থামেনি।

আগামী ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত

ইতিমধ্যে যদি পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করা হয়, তাহলে তিনটে দল ইতিমধ্যে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে। অস্ট্রেলিয়া ১১ পয়েন্ট নিয়ে বর্তমানে প্রথম স্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে রয়েছে ১০ পয়েন্ট। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ব্রিটিশদের কাছে রয়েছে ৯ পয়েন্ট। টিম ইন্ডিয়া বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে দাঁড়িয়ে রয়েছে। নিউজিল্যান্ডের কাছে আপাতত ৪ পয়েন্ট রয়েছে। টিম ইন্ডিয়া লিগ পর্বের শেষ ম্য়াচটি আগামী ২৬ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। 

Indian Women Cricket Team Women’s ODI World Cup 2025 IND W vs NZ W