Advertisment

বাদ পড়লেন একাধিক নামি তারকা, বিশ্বকাপের দল ঘোষণায় চমক টিম ইন্ডিয়ার

ODI World Cup 2023 India Squad Team Players List ঘোষিত হল বিশ্বকাপের টিম ইন্ডিয়া স্কোয়াড

author-image
Subhasish Hazra
New Update
Indian Cricket Team | Team India For WC | India World Cup Squad 2023

ভারত ওডিআই বিশ্বকাপ স্কোয়াড 2023 ঘোষণা

India ODI World Cup Squad 2023 Announcement: ঠিক একমাস পরে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়বে। এমন অবস্থায় টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করে দিল। ক্যান্ডি সাংবাদিক সম্মেলনে ১৭ জনের স্কোয়াড প্রকাশিত হল।

Advertisment

নির্বাচন কমিটির প্রধান অজিত আগারকার শ্রীলঙ্কায় উড়ে গিয়ে ক্যাপ্টেন রোহিত এবং কোচ দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করার পর স্কোয়াড নির্ধারণ করে ফেলেন। ভারত-পাক ম্যাচ চলাকালীনই ভারতের ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঠিক হয়ে যায়। পাক ম্যাচে প্ৰথম ইনিংসের পর শনিবার আর খেলা হয়নি। বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ার পরেই রোহিত-দ্রাবিড়-আগারকারের বৈঠক হয়।

এশিয়া কাপের স্কোয়াডে থাকা সঞ্জু স্যামসনের সঙ্গেই তিলক ভার্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণকেও বাদ দেওয়া হয়েছে। কেএল রাহুলের চোট নিয়ে দুর্ভাবনার শেষ নেই। আইপিএল চলাকালীন চোট পেয়েছিলেন তারকা। তবে এখনও তাঁর ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। চোট পাওয়ার পর এখনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলেননি তারকা। তবে তাঁকে ধরেই দল গড়া হয়েছে।

আইপিএল সহ জাতীয় দলের হয়ে ধারাবাহিক ভালো খেলা চাহালকেও জায়গা দেওয়া হয়নি। একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসাবে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব। এছাড়াও তাঁকে সাহায্য করার জন্য থাকবেন অলরাউন্ডার কোটায় দলে জায়গা পাওয়া রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল।

টি২০'র একনম্বর ব্যাটার সূর্যকুমার যাদব ওয়ানডেতে একদমই সফল নন। তা স্বত্ত্বেও তারকার ওপর আস্থা রাখা হয়েছে টিম ম্যানেজমেন্টের তরফে। ব্যাটিং দক্ষতার জন্য জায়গা করে নিয়েছেন তিনি। শার্দুল প্রত্যাশা মতই তিন পেসার হিসাবে দলে রয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা।

ভারতের ১৭ সদস্যের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড: রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর

Indian Team BCCI ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team
Advertisment