Advertisment

India’s chance to WTC Final 2025 after Gabba Test: ড্র হয়ে সাড়ে সর্বনাশ, বৃষ্টির গাব্বা টেস্টেই লুকিয়ে ভারতের ফাইনাল খেলার চাবিকাঠি, কীভাবে

India WTC final qualification: পারথে প্ৰথম টেস্টেই দুরন্ত ভারত উড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। পরের টেস্টে আবার ভারত শোচনীয়ভাবে হার হজম করে। আপাতত সিরিজ ১-১।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IND vs AUS: Ravichandran Ashwin: ভারতন বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ রবিচন্দ্রন অশ্বিন

Team India: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর জন্য ভারতের ভাগ্য সংকটে (বিসিসিআই)

India’s chance to qualify for the ICC World Test Championship (WTC) 2025 final: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বা টেস্ট ড্র করায় ভারত কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC)-এর ফাইনালে পৌঁছতে পারবে? এই প্রশ্নই এখন ভারতীয় সমর্থকদের মধ্যে ঘোরাফেরা করছে। এই প্রসঙ্গে বলা যায় যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত গাব্বায় বুধবার ড্র করায় অল্প হলেও পয়েন্ট পেয়েছে। ৫ম দিনে বৃষ্টিতে গাব্বা টেস্ট শেষ অবধি ড্র হয়েছে। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট শতাংশ (PCT) এর ফলে ধাক্কা খেয়েছে। ভারতের পিসিটি ৫৭.২৯-এ রয়েছে। ড্র হওয়ায় কমে হল ৫৫.৮৮। হারলে আরও নীচে নেমে যেত। পিসিটি সেক্ষেত্রে হত ৫৩.৯২।

Advertisment

 চলতি ম্যাচে ভারত জয় না পাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় টিম ইন্ডিয়ার জায়গা হল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার পরে, তৃতীয় স্থানে। এডিলেড টেস্ট জয়, চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার ৯ম জয়। তাদের পিসিটি ৫৭.৬৯ থেকে বেড়ে হয়েছে ৬০.৭১। আর, দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখন ৬৩.৩৩। দক্ষিণ আফ্রিকার কাছে এখনও দুটি হোম টেস্ট আছে। সেই কারণে ব্রিসবেনে একটি ড্র অস্ট্রেলিয়ার চেয়েও ভারতের অনেক বেশি ক্ষতি করল। এই পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC 2025) ফাইনালে উঠতে গেলে ভারতকে চলতি সিরিজের বাকি দুটি ম্যাচ জিততেই হবে।

গাব্বা টেস্ট ড্রয়ের পর, রোহিত অ্যান্ড কোং মেলবোর্ন এবং সিডনিতে জয় পেলে ভারতের পিসিটি দাঁড়াবে ৬০.৫২। আর পয়েন্ট বেড়ে হবে ১৩৮। যেটা অস্ট্রেলিয়া টপকাতে পারবে না। তবে, এই পিসিটি রাখতে গেলে ভারতকে ডব্লিউটিসির বর্তমান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে সিরিজ জিততে হবে। ভারত যদি অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যবধানে হারায়, তবে ১৩৪ পয়েন্ট এবং ৫৮.৭৭ পিসিটি নিয়ে ডব্লিউটিসির তালিকায় দৌড় শেষ করবে।

সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট বাকি থাকবে। তাতে অস্ট্রেলিয়া দুটি টেস্টই জিতলে সেকেন্ড হতে পারে। আর, দক্ষিণ আফ্রিকা শেষ দুটি টেস্ট জিতে পিসিটি ৬৯.৪৪ পর্যন্ত বাড়িয়ে নিতে পারে। কারণ, ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে তাদের অবশিষ্ট দুটি ম্যাচে জেতার সম্ভাবনাই রয়েছে। আর ভারত যদি অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানে হারায়, তবে রোহিত বাহিনী ৬০.৫২ পিসিটি নিয়ে দৌড় শেষ করবে। অস্ট্রেলিয়ার পিসিটি তখন থাকবে মাত্র ৫৭।

Advertisment

অস্ট্রেলিয়া সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট জিতলেও ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে যাবে। কিন্তু, ভারত যদি অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ ২-২ করে, তাহলে টিম ইন্ডিয়ার পিসিটি হবে ৫৭.০১। সেক্ষেত্রে ভারত ডব্লিউটিসি (WTC) ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে।

Cricket Australia Team India Team-India Border-Gavaskar Trophy Indian Team Team India Indian Cricket Team India Cricket Team Australia Cricket Team
Advertisment