Advertisment

IND vs ENG 1st ODI Pitch Report, Weather Update Live Streaming: প্ৰথম ODI-তেই ভারতের ব্যাটিংয়ে ঝড় তুলবেন এই তারকা! নাগপুর ম্যাচের আগেই বড় ধামাকা

India(IND) vs England(ENG) 1st ODI VCA Pitch Report, Nagpur Weather: টি২০-র পর প্ৰথম ওয়ানডেতে দুই দল নামছে নাগপুরে। এবার দুই দল খেলবে ওয়ানডেতে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs England

IND vs ENG: নাগপুরে প্ৰথম ওয়ানডেতে নামছে ভারত-ইংল্যান্ড (বিসিসিআই)

India vs England, 1st ODI VCA Pitch Report, Nagpur  Weather Forecast Update and live streaming: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে । দুই দলের জন্যই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে এই সিরিজ গুরুত্বপূর্ণ।

Advertisment

ইংল্যান্ড নিজেদের প্রায় টি২০ স্কোয়াড অপরিবর্তিত রেখে ওয়ানডে সিরিজে নামবে। অন্যদিকে ভারতের দলে অনেক নতুন মুখ দেখা যাবে। অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলি এবং আরও কয়েকজন তারকার জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটছে।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, মহম্মদ শামি।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জোস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

Advertisment

যে ভারতীয় তারকার দিকে নজর থাকবে: ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে ফর্মে নেই ইদানীং। তবে ওডিআই ফরম্যাটে তিনি ছন্দ নিয়েই মাঠে নামবেন। যদিও টেস্ট ম্যাচে রোহিতের পারফরম্যান্স সমালোচনার মুখে পড়েছে তবু ওডিআইতে তান্ডব দেখাতে পারেন তিনি।

যে ইংল্যান্ডের তারকার দিকে নজর থাকবে: ইংল্যান্ডের ব্যাটসম্যানরা টি২০ সিরিজে ভারতীয় স্পিনারদের সঙ্গে লড়াই করতে হিমশিম খেয়েছে। বলের ভ্যারিয়েশন বুঝতে সমস্যায় পড়েছে, তবে জো রুটের মিডল অর্ডারে ফিরে আসা কিছুটা স্বস্তি দিতে পারে, কারণ তিনি আধুনিক ক্রিকেটের সেরা স্পিন সামলানোদের মধ্যে একজন।

ভারতীয় দল: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা।

ইংল্যান্ড দল: হ্যারি ব্রুক, বেন ডাকেট, জো রুট, জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জেমি ওভারটন, জোস বাটলার, জেমি স্মিথ, ফিলিপ সল্ট, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড ভারত বনাম ইংল্যান্ড

ওডিআই হেড-টু-হেড রেকর্ড: ম্যাচ খেলা হয়েছে: ১০৭, ভারত জিতেছে: ৫৮, ইংল্যান্ড জিতেছে: ৪৪

ভারত বনাম ইংল্যান্ড পিচ রিপোর্ট: নাগপুরের পিচ ঐতিহাসিকভাবে স্পিনারদের জন্য সহায়ক এবং গ্রীষ্মকালে উইকেট শুষ্ক হয়ে যায়, তাই হাইস্কোরিং ম্যাচ নাও হতে পারে। ভারত সম্প্রতি ওডিআই ক্রিকেটে কোয়ালিটি স্পিনের বিরুদ্ধে ভুগেছে। তবে ইংল্যান্ডের দলে মাত্র একজন স্পিনার রয়েছেন, আদিল রশিদ। ভারতের পক্ষে যা কিছুটা স্বস্তিদায়ক।

ভারত বনাম ইংল্যান্ড আবহাওয়া রিপোর্ট: পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার নাগপুরে দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। এবং সন্ধ্যায় তা ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে। সন্ধ্যায় তাপমাত্রা কমে যাওয়ার কারণে শিশিরের প্রভাব থাকতে পারে, তাই টস জয়ী দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে। তবে যদি শিশির না পড়ে, উইকেট ধীরে ধীরে শুষ্ক হয়ে যেতে পারে।

ভারত বনাম ইংল্যান্ড লাইভ স্ট্রিমিং: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম ওডিআই ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে লাইভ সম্প্রচারিত হবে। ম্যাচটি ডিজনি+ হটস্টারেও লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে।

England Indian Cricket Team Indian Team England Cricket Team India Cricket Team Team-India Team India
Advertisment