নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ঠিক তারপরেই ইংল্যান্ড সফর। এই দুই ইভেন্টের জন্য শুক্রবারই ২০ জনের স্কোয়াড ঘোষণা করে দিল বিসিসিআই। হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদবরা যেমন বাদ পড়েছেন। তেমন স্কোয়াডে রেখে দেওয়া হয়েছে কেএল রাহুল এবং ঋদ্ধিমান সাহাকে। ফিটনেস টেস্টে পাস করলেই তাঁদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। স্কোয়াডে রাখা হয়েছে চারজনের স্ট্যান্ড বাই-কেও।
১৮ জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তারপরেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ অগাস্ট-সেপ্টেম্বরে। প্রথম টেস্ট নটিংহ্যামে। শেষ টেস্ট ম্যাঞ্চেস্টারে।
আরো পড়ুন: আইপিএল বন্ধের পরেই চরম দুঃসংবাদ! করোনায় মৃত্যু রাজস্থানের চ্যাম্পিয়ন ক্রিকেটারের
জুনের ২ তারিখেই ইংল্যান্ড সফরে রওনা হয়ে যাবেন কোহলিরা। আর ভাইরাস ধস্ত দেশ থেকে যাওয়ার জন্য বড়সড় স্কোয়াড গড়েই বিলেতে পাড়ি দিচ্ছেন কোহলিরা।
হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদবকে যেমন বাইরে রাখা হয়েছে, তেমন বাদ পড়েছেন নভদীপ সাইনি এবং পৃথ্বী শ। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে কিছুদিন আগেই স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে স্কোয়াডে রাখা হয়েছিল হার্দিককে। তবে প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। টেস্টে শেষবার হার্দিক খেলেন সেই ২০১৮ সালে। আর চোটের কারণে বোলিং না করা হার্দিককে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে নিতে চাননি নির্বাচকরা।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাদ পড়লেন পৃথ্বী শ-ও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পরেই বাদ পড়েছিলেন তারকা এই ক্রিকেটার। এরপরে ঘরোয়া ক্রিকেটে ফিরে দুরন্ত ফর্মে ফেরেন। বিজয় হাজারে ট্রফিতে ৮২৭ রান করেন। আইপিএলেও দুরন্ত ছন্দে ছিলেন তিনি। দিল্লিতে শিখর ধাওয়ানের সঙ্গে যেন করতে নেমে ৭ ম্যাচে ৩০৮ রান করেছেন। তবে টেস্টের স্কোয়াডে এমনিতে শুভমান গিল, রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল থাকায় দলে এই মুহূর্তে জায়গা পেলেন না।
চার স্ট্যান্ড বাই হিসাবে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ, গুজরাটের আর্জন নাগাসোয়ালা, প্রসিদ্ধ কৃষ্ণ এবং আবেশ খান।
স্কোয়াড:
বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, অজিঙ্কা রাহানে, কেএল রাহুল, হনুমা বিহারি, শার্দুল ঠাকুর, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব
স্ট্যান্ড বাই:
অভিমন্যু ঈশ্বরণ, আর্জন নাগাসোয়ালা, প্রসিদ্ধ কৃষ্ণ এবং আবেশ খান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন