Mary Kom Divorce Rumour: মেরি কমের সুখের সংসারে ভাঙন! আলাদা থাকছেন স্বামী, নেপথ্যে কি বক্সিং চ্যাম্পিয়নের নয়া প্রেমিক?

MC Mary Kom getting Divorce from Husband Karung Onkholer Kom: ২০২২ সাল থেকেই আলাদা থাকেন দুজনে। তাঁদের প্রেমকাহিনী কোনও সিনেমার গল্পের চেয়ে কম নয়। সূত্রের খবর, বাচ্চাদের নিয়ে ফরিদাবাদে চলে গিয়েছেন। অন্যদিকে, মেরি কমের স্বামী দিল্লিতে আলাদা থাকেন।

MC Mary Kom getting Divorce from Husband Karung Onkholer Kom: ২০২২ সাল থেকেই আলাদা থাকেন দুজনে। তাঁদের প্রেমকাহিনী কোনও সিনেমার গল্পের চেয়ে কম নয়। সূত্রের খবর, বাচ্চাদের নিয়ে ফরিদাবাদে চলে গিয়েছেন। অন্যদিকে, মেরি কমের স্বামী দিল্লিতে আলাদা থাকেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mary Kom Divorce News: ২০ বছরের সংসার ভাঙছে প্রাক্তন বক্সার মেরি কমের

Mary Kom Divorce News: ২০ বছরের সংসার ভাঙছে প্রাক্তন বক্সার মেরি কমের

Mary Kom Divorce Rumour: বিয়ে ভাঙছে তারকা বক্সার মেরি কমের? অলিম্পিক পদকজয়ী মেরি কমের ভক্ত আসমুদ্রহিমাচল। বিশ্বমঞ্চে বহুবার ভারতকে গর্বিত করেছেন মণিপুরের এই বক্সার। ৮ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেডেল পেয়েছেন। ৪২ বছরের এই বক্সিং আইকন সবসময়ই খবরে থাকেন। কিন্তু এবার পারিবারিক কারণে শিরোনামে তিনি। 

Advertisment

কানাঘুষো শোনা যাচ্ছে, মেরি কম তাঁর স্বামী কারুঙ্গ ওঙ্খোলার কমের সঙ্গে বিচ্ছেদ করতে চলেছেন। বেশ কিছু দিন ধরে আলাদা থাকছেন দুজনে। তাঁরা ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। দীর্ঘ সময় ধরেই তাঁদের দাম্পত্য কলহ চলছে বলে খবর। প্রাক্তন ফুটবলার কারুঙ্গ এবং মেরি কম এবিষয়ে প্রকাশ্যে অবশ্য কিছু জানাননি।

হিন্দুস্তান টাইমের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সাল থেকেই আলাদা থাকেন দুজনে। তাঁদের প্রেমকাহিনী কোনও সিনেমার গল্পের চেয়ে কম নয়। সূত্রের খবর, বাচ্চাদের নিয়ে ফরিদাবাদে চলে গিয়েছেন। অন্যদিকে, মেরি কমের স্বামী দিল্লিতে আলাদা থাকেন। শোনা গেছে, মণিপুরে ভোটের পর থেকেই দুজনের মধ্যে সমস্যা চলছে। যার প্রভাব তাঁদের দাম্পত্য জীবনে পড়েছে। আলাদা থাকার কারণে তাঁদের সম্পর্কে দূরত্ব বাড়ছে। যা বিচ্ছেদের দিকে নিয়ে যাচ্ছে। তবে দুজনের তরফেই অফিসিয়াল কোনও বিবৃতি পাওয়া যায়নি।

Advertisment

৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কমের সঙ্গে কারুঙ্গের বিয়ে হয়েছিল ২০ বছর আগে। কিন্তু এতদিনের বিয়ে ভাঙার নেপথ্যে নাকি মেরি কমের নয়া প্রেমিক। মণিপুরের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন কারুঙ্গ। কিন্তু জিততে পারেননি। তাঁর অনেক টাকার ক্ষতি হয়। সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত। 

আরও পড়ুন ডিভোর্সের পর ফের সম্পর্কে শিখর ধাওয়ান, তাঁর নতুন বান্ধবী সোফি শাইনকে চেনেন?

জানা গিয়েছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন মেরি কম। তাঁরই বিজেনস পার্টনার এবং মেরি কম ফাউন্ডেশনের চেয়ারম্যান হিতেশ চৌধুরির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মেরি কম, এমনটাই মিডিয়া রিপোর্ট। মেরি এবং হিতেশকে বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে। কিছুদিন আগে দুজনে একসঙ্গে দুবাইয়েও যান। হিতেশের সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি মেরি কমের বিয়ে ভাঙার অন্যতম কারণ।

Sports News Divorce mary kom