মাঠে বেশ খারাপ সময় কাটাচ্ছেন টিম ইন্ডিয়ার তারকারা। তবে খেলার মাঠেই এবার ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য মন ভালো করে দৃশ্য দেখা গেল। সিডনিতে দ্বিতীয় ওডিআই চলাকালীনই ভারতীয় বয়ফ্রেন্ড প্রোপোজ করলেন অস্ট্রেলীয় গার্লফ্রেন্ডকে।
সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় সরাসরি সেই দৃশ্য তুলে ধরার পরেই তা ভাইরাল। ভারত, অস্ট্রেলিয়া- দুই দেশেই ক্রিকেট জনপ্ৰিয় খেলা। তাই সকলের সামনেই ওডিআই ম্যাচে গার্লফ্রেন্ডকে প্রোপোজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ভারতীয় তরুণ। মাঠেই তারপর সেই বিরল দৃশ্য। পরস্পর আলিঙ্গনাবদ্ধ অবস্থাতেই ধরা পড়লেন ইন্দো-অজি প্রেমিক-প্রেমিকা। ভারতীয় প্রেমিকের বিয়ের প্রস্তাবে রাজি হয়েছেন অজি তরুণীও।
আরো পড়ুন: বিয়ের প্রতিশ্রুতিতে দশ বছর টানা ধর্ষণ, বাবরের মুখোশ খুললেন পাক তরুণী
বিগ স্ক্রিনে সেই দৃশ্য দেখার পরেই গোটা স্টেডিয়াম চিয়ার করে প্রেমিকযুগলকে। এবারই অবশ্য প্রথম নয়, এর আগে ইংল্যান্ড বিশ্বকাপের সময়েও লর্ডসে এমন কান্ড ঘটিয়েছিলেন দুই কাপল। এতেই প্রমাণিত ক্রিকেট দুই দেশকে কত কাছাকাছি এনে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এর পরেই ভাইরাল হয়ে যান দুজনে।
বিরাট কোহলি-শ্রেয়স আইয়ারের পার্টনারশিপের সময় ঘটে এই কান্ড। টিভিতে দেখানোর পর থেকেই কমেন্ট্রি বক্স থেকে মজায় যোগ দেন গিলক্রিস্ট, শ্যেন ওয়ার্নের মত তারকারা। এই ঘটনায় আবার হাততালি দিতে দেখা যায় গ্লেন ম্যাক্সওয়েলকে।
এমনিতে দ্বিতীয় ওডিআই ম্যাচেও বেকায়দায় ভারত। অস্ট্রেলিয়ার বিশাল ৩৯০ রানের টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে। কোহলি ৭৯ বলে ৮১ রান করে ব্যাট করছেন। তাঁর সঙ্গে রয়েছেন কেএল রাহুল। আউট হয়েছেন শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল এবং শ্রেয়স আইয়ার।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন