/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/india-vs-australia-759.jpg)
অস্ট্রেলিয়ার বিমান ধরলেন বিরাটরা (ছবি-টুইটার)
এসে গেল সেই সন্ধিক্ষণ। এবার মিশন অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারুর দেশের উদ্দেশ্যে উড়ে গেল বিরাট কোহলি অ্যান্ড কোং। শুক্রবার মুম্বই বিমানবন্দরে একেবারে খোশ মেজাজেই পাওয়া গেল টিম ইন্ডিয়াকে। কেউ মাতলেন হাসি মশকরায়, কেউ বা ভক্তদের সেলফির আবদার মেটালেন। আবার কেউ মাতলেন আই-প্যাডে গেমসে। সোশ্য়াল মিডিয়ায় প্রায় সকলেই শেয়ার করলেন ছবি।
Happy faces and gamer boys before the team's departure to Australia #TeamIndiapic.twitter.com/eZCgdrABCE
— BCCI (@BCCI) November 16, 2018
একটা ছবিতে দেখা যাচ্ছে ভারতের ভাইস-ক্যাপ্টেন রোহিত শর্মা দীনেশ কার্তিকের সঙ্গে মজা করছেন। শিখর ধাওয়ান পোজ দিলেন ভুবনেশ্বর কুমারের জন্য়। টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন বিরাট কোহলি ভক্তদের সঙ্গে সেলফি আর ছবি তুললেন। মণীশ পাণ্ডে আর ক্রুনাল পাণ্ডিয়ারা পাবজি খেলছিলেন আই-প্যাডে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া স্লেজ করলে ভারতও পাল্টা দেবে, জানিয়ে দিলেন কোহলি
Gangs here and we are ready to jet ✈️ pic.twitter.com/CsCqm79Kl0
— Rohit Sharma (@ImRo45) November 16, 2018
Exciting challenges ahead. Off to Australia✈️with the boys #TeamIndiapic.twitter.com/ZQtaGs1ERE
— Kuldeep yadav (@imkuldeep18) November 16, 2018
রোহিত শর্মা দলের কয়েকজনের সঙ্গে ছবি তুলে টুইটারে লিখলেন, “পুরো গ্যাং রয়েছে এখানে। এবার আমরা বিমান ধরার জন্য় তৈরি। ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদবও ছবি পোস্ট করে লিখলেন, “সামনে রোমাঞ্চকর চ্যালেঞ্জ, ছেলেদের সঙ্গে অস্ট্রেলিয়া বেরিয়ে পড়লাম।”
আপাতত দু’মাসের জন্য় বিরাটদের অস্থায়ী আস্থানা অস্ট্রেলিয়া।সেখানে তিনটি টি-২০, চারটি টেস্ট ও তিনটি ওয়ান-ডে ম্যাচ খেলবেন তাঁরা। টি-২০ দিয়েই শুরু হবে ইন্দো-অজি মহারণ। অন্যদিকে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে গতকাল সাংবাদিক বৈঠক করেছেন কোহলি-রবি শাস্ত্রী। কোহলি জানিয়েছেন অস্ট্রেলিয়ায় গিয়ে কোনওরকম স্লেজিং করতে চান না তিনি। কিন্তু ওদিক থেকে আসলে পাল্টা দিতেও প্রস্ততু তাঁর টিম। কোহলি আরও জানিয়েছেন যে, ভারত অতীতে কখনই স্লেজিংটা শুরু করেনি। অজিরা শুরু করেছিল। ভারত তার পাল্টা দিয়েছে।