/indian-express-bangla/media/media_files/2025/04/24/p7xzcBpNaLDmwl7NJa1T.jpg)
Gautam Gambhir Threat email: তিন বছর আগেও একইভাবে হুমকি পান গৌতম গম্ভীর
ISIS Kashmir death threat to Gautam Gambhir: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হেড কোচ গৌতম গম্ভীর খুনের হুমকি ইমেল পাওয়ার পর তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দিল্লি পুলিশ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। গম্ভীরকে এই হুমকি ইমেল একটি সন্দেহজনক Gmail অ্যাকাউন্ট থেকে ২২ এপ্রিল পাঠানো হয়েছিল। একই দিনে সন্ত্রাসীরা কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জনকে হত্যা করেছিল, যাঁদের মধ্যে বেশিরভাগই পর্যটক ছিলেন।
পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) এম হর্ষবর্ধন এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের গৌতম গম্ভীরের সঙ্গে যুক্ত একটি ইমেল আইডিতে হুমকি ইমেল পাওয়ার বিষয়ে জানানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’ তিনি আরও বলেন, ‘গৌতম গম্ভীর ইতিমধ্যেই দিল্লি পুলিশের নিরাপত্তার আওতায় রয়েছেন এবং আমরা নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে মন্তব্য করি না।’
আরও পড়ুনI Kill You...! পহেলগাঁও নিয়ে গর্জে উঠতেই খুনের হুমকি গম্ভীরকে, পুলিশের দ্বারস্থ টিম ইন্ডিয়ার কোচ
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় জনতা পার্টির (BJP) প্রাক্তন সাংসদ গম্ভীরকে ‘ISIS Kashmir’ নামের প্রেরকের কাছ থেকে দুটি হুমকি ইমেল পাওয়া গেছে, যেখানে লেখা ছিল ‘আই কিল ইউ’ (আমি তোমাকে খুন করব)। এই বিষয়ে রাজিন্দর নগর থানায় হুমকি ইমেলের স্ক্রিনশট-সহ অভিযোগ দায়ের করা হয়েছে।
We have been informed about an alleged threat mail received on an email ID associated with Gautam Gambhir. The same is being investigated. He is already a Delhi Police protectee, and we do not comment on specific security arrangements: Delhi Police https://t.co/93GqtQs3uS
— ANI (@ANI) April 24, 2025
অভিযোগে বলা হয়েছে, ‘প্রিয় মহাশয়, নমস্কার। যেমনটি আমরা আলোচনা করেছি, দয়া করে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (প্রাক্তন সাংসদ) এর ইমেল আইডিতে প্রাপ্ত ‘হুমকি ইমেল’ নিচে দেখুন। দয়া করে এফআইআর নথিভুক্ত করুন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন।’
এটি প্রথমবার নয় যে গম্ভীরকে হুমকি দেওয়া হয়েছে। এর আগে ২০২২ সালেও তিনি একই ধরনের হুমকি পেয়েছিলেন, যার পর তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল।