/indian-express-bangla/media/media_files/2025/09/25/indian-cricket-team-poor-fielding-2025-09-25-02-58-10.jpg)
বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিতলেও নজর কাড়তে পারল না ফিল্ডিং
India vs Bangladesh: বিশ্বের সবচেয়ে বড় খনি কোথায় অবস্থিত? এই প্রশ্নের জবাব একমাত্র ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ফিল্ডাররাই আপনাকে দিতে পারবেন। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ম্য়াচে সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানি মোট ৭ ক্যাচ ধরেছে। তবে ফেলেছে ৫ ক্যাচ!
India vs Bangladesh Asia Cup 2025: ভারত বনাম বাংলাদেশ, এই ৫ বিতর্ক কাঁপিয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্ব!
বাংলাদেশের বিরুদ্ধে একাধিক ক্যাচ হাতছাড়া টিম ইন্ডিয়ার
এই ম্য়াচে অক্ষর প্যাটেল একটি কট অ্যান্ড বোল্ডের সুযোগ মিস করেন। সঞ্জু স্যামসন বাকিদের সরিয়ে নিজে ক্যাচ লোফার জন্য গেলেও, শেষপর্যন্ত তা তালুবন্দি করতে পারেননি। শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে কে ক্যাচ নেবেন, সেটা নিয়ে একটা রীতিমতো জগাখিচুড়ি তৈরি হয়। আর সেটা অবশেষে হাতছাড়া হয়ে যায়। শেষবেলায় অভিষেক শর্মা এবং কুলদীপ যাদবও জঘন্য ফিল্ডিংয়ের নজরানা পেশ করলেন। পাকিস্তানের বিরুদ্ধে তাঁরা ক্যাচ মিস করেছিলেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মোট ৫ ফিল্ডার সহজ ক্যাচ মিস করে সমালোচনার শিকার হলেন।
India vs Bangladesh: আগুন ফর্মে ভারত, ভয়ে কাঁপছে বাংলাদেশ! টাইগার বধ করেই ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ৫ ম্য়াচ খেলেছে। এরমধ্যে তারা ফসকেছে ১২ ক্যাচ। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটা দলের মধ্যে সর্বাধিক ক্যাচ ফেলেছে।
দল | ক্যাচ ফসকানোর সংখ্যা | ক্যাচিং দক্ষতা |
| ভারত | ১২ | ৬৭.৫% |
| হংকং | ১১ | ৫২.১% |
| বাংলাদেশ | ৮ | ৭৪.১% |
| শ্রীলঙ্কা | ৬ | ৬৮.৪% |
| আফগানিস্তান | ৪ | ৭৬.৪% |
| ওমান | ৪ | ৭৬.৪% |
| পাকিস্তান | ৩ | ৮৬.৩% |
| সংযুক্ত আরব আমিরশাহী | ২ | ৮৫.৭% |
Asia Cup 2025, India vs Bangladesh: ব্যাটিং, বোলিংয়ে ইন্ডিয়ার দাপট, দুবাইয়ে ৪১ রানে টাইগার বধ!
ভারত বনাম বাংলাদেশ ম্য়াচ শেষ হওয়ার পর টিম ইন্ডিয়া ইতিমধ্যে ২০২৫ এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং যে গলায় কাঁটার মতো ফাইনালেও বিঁধতে পারে, এমন আশঙ্কা নেহাতই অমূলক নয়। বিশেষ করে, গোটা টুর্নামেন্টে যেখানে সূর্যকুমার যাদবের দল সবথেকে বেশি ক্যাচ মিস করেছে।
India vs Pakistan Records: একটা-দুটো নয়, ভারত-পাকিস্তান ম্য়াচে ১০ 'ধুন্ধুমার' রেকর্ড! দেখে নিন এখনই
উল্লেখ্য, ক্যাচিং দক্ষতায় ভারতের থেকে খারাপ অবস্থা একমাত্র হংকংয়ের। এমনকী, ওমানও এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়ার থেকে। মজার ব্যাপার হল, এই দুটো দল চলতি এশিয়া কাপে একটাও ম্য়াচ জিততে পারেনি। আর এটাই ভারতীয় ক্রিকেট দলের সবথেকে বড় ব্যর্থতা। সচরাচর খারাপ ফিল্ডিংয়ের কারণে হাসির পাত্র হয়ে ওঠে পাকিস্তান। কিন্তু, এই টুর্নামেন্টে তারাও ভারতের থেকে এগিয়ে রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us