Advertisment

Indian cricket team's full schedule for ICC Cricket World Cup 2019: কবে-কখন আর কোথায় খেলা?

Indian cricket team’s schedule for World Cup 2019: ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আগামী ৫ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে বিরাটরা দু'টি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian cricket team’s schedule for World Cup 2019

কবে-কখন আর কোথায় খেলা?

Indian cricket team's complete schedule for ICC Cricket World Cup 2019: আগামী বুধবার বিশ্বকাপের বিমান ধরছে বিরাট কোহলি অ্য়ান্ড কোং। টুর্নামেন্টের অন্যতম খেতাব জয়ের দাবিদার হিসেবেই ব্রিটিশ তল্লাটে পা রাখবেন তাঁরা। তৃতীয়বারের জন্য বিশ্বকাপ স্পর্শ করতে মরিয়া ভারত। ১৯৮৩-তে কপিল দেব, ২০১১ সালে এমএস ধোনির পর কি ২০১৯ সালে বিরাট পারবেন ভারতকে বিশ্বকাপ জেতাতে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Advertisment

ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আগামী ৫ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে বিরাটরা দু'টি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবেন। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলেই তারা ফাফ দু প্লেসিসের দলের মুখোমুখি হবে। এই প্রতিবেদনে থাকল ভারতের বিশ্বকাপের সম্পূর্ণ নির্ঘণ্ট। প্রতিটি ম্য়াচই ভারতীয় সময় বিকেল তিনটে থেকে শুরু।

আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: মহারণের আগে তারকা ব্রিটিশ অলরাউন্ডার বললেন তিনি কোহলির বিরাট ফ্যান

বিশ্বকাপে ভারতের সম্পূর্ণ সূচি:

৫ জুন, বুধবার: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, রোজ বোল, সাউদ্যাম্পটন

৯ জুন, রবিবার: ভারত বনাম অস্ট্রেলিয়া, কেনিংটন ওভাল, লন্ডন

১৩ জুন, বৃহস্পতিবার,  ভারত বনাম নিউজিল্যান্ড, ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম

১৬ জুন,রবিবার, ভারত বনাম পাকিস্তান, ওল্ড ট্র্যাফোর্ড, ম্যাঞ্চেস্টার

২২ জুন, শনিবার, ভারত বনাম আফগানিস্তান, রোজ বোল, সাউদ্যাম্পটন

২৭ জুন, বৃহস্পতিবার, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ওল্ট ট্র্যাফোর্ড, ম্যাঞ্চেস্টার

৩০ জুন, রবিবার, ভারত বনাম ইংল্যান্ড, এজবাস্টন, বার্মিংহ্যাম

২ জুলাই, মঙ্গলবার, বাংলাদেশ বনাম ভারত, এজবাস্টন, বামিংহ্যাম

৬ জুলাই, শনিবার, শ্রীলঙ্কা বনাম ভারত, হেডিংলি, লিডস

India ICC Cricket World Cup
Advertisment