/indian-express-bangla/media/media_files/2025/06/10/VhcjWo5mMRzKS2RWr7TJ.jpg)
ছবিটি প্রতীকী
Dilip Doshi Demise: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন লেফট আর্ম স্পিনার দিলীপ দোশী শেষ নিঃশ্বাস ত্যাগ (Cricketer Death) করলেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। বিগত কয়েক দশক ধরে তিনি লন্ডনে বসবাস করছিলেন।
দোশীর ক্রিকেট কেরিয়ার
ক্লাসিক্যাল লেফট-আর্ম অ্যাকশনের জন্য দোশীর যথেষ্ট নামডাক ছিল। তিনি ৩৩ ম্য়াচে মোট ১১৪ উইকেট শিকার করেছেন। এরমধ্যে ৬ ইনিংসে তিনি পাঁচটি করে উইকেটও শিকার করেছেন। এর পাশাপাশি তিনি ১৫ একদিনের ম্য়াচে ২২ উইকেট শিকার করেছিলেন। ইকোনমি রেট ছিল ৩.৯৬। এর পাশাপাশি তিনি সৌরাষ্ট্র, বাংলা, ওয়ারউইকশায়ার এবং নটিংহ্যামশায়ারের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/06/24/dilip-doshi-2025-06-24-00-24-15.jpg)
Cricketer Death: বিমান দুর্ঘটনাই কাড়ল প্রাণ, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ক্রিকেটার
লিখেছিলেন আত্মজীবনী
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ৩২ বছর বয়সে টেস্ট ক্রিকেটে ডেবিউ করেছিলেন দিলীপ দোশী। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্স তাঁর পারফরম্য়ান্সকে যথেষ্ট প্রভাবিত করেছিল। আটের দশকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার। তাঁর অবসর নিয়েও অবশ্য খুব একটা বেশি আলোচনা হয়নি। সেইসময় ভারতীয় ক্রিকেট যেভাবে পরিচালনা করা হত, সেটা তিনি কার্যত মেনে নিতে পারেননি। পরবর্তীকালে 'স্পিন পাঞ্চ' নামে একটা আত্মজীবনীও লিখেছিলেন তিনি।
'স্পিন বোলিং আসলে বুদ্ধিমানদের লড়াই
২০০৮ সালে ইএসপিএন ক্রিকইনফো-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'স্পিন বোলিং আসলে বুদ্ধিমানদের লড়াই।' ভারতীয় ক্রিকেটের উন্নতি সম্পর্কে যথেষ্ট চিন্তাভাবনা করতেন দিলীপ দোশী। ১৯৮১ সালে মেলবোর্ন টেস্টে সেই নজিরও দেখতে পাওয়া গিয়েছিল। ফলাফলস্বরূপ টিম ইন্ডিয়া জয়লাভ করেছিল। এই জয়ের পিছনে দোশীর একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল। এক ইনিংসে তিনি ৫ উইকেট শিকার করেছিলেন। দিলীপ দোশী সাধারণত চশমা পরে বল করতেন। পায়ের ভাঙা আঙুল নিয়েই তিনি বিখ্যাত টেস্ট ম্য়াচ জিতিয়েছিলেন।
এরপর ভারতীয় ক্রিকেটে দিলীপ দোশী একজন পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। ১৯৭৬ সাল থেকে রোলিং স্টোনের মাইক জ্যাগারের সঙ্গে তাঁর যথেষ্ট ভাল বন্ধুত্ব গড়ে ওঠে। মাঝেমধ্যেই তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া যেত। দিলীপ দোশী পার্থিব জগৎ ছাড়লেও তাঁর কৃতিত্ব যে ভারতীয় ক্রিকেট ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। দোশীর পরিবারে আপাতত রয়েছেন স্ত্রী কালিন্দী, ছেলে নয়ন (সারে এবং সৌরাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলেছেন) এবং একমাত্র মেয়ে বিশাখা।