অভিনেত্রীর সঙ্গে ছাদনাতলায় মণীশ, শুভেচ্ছায় মন ছুঁলেন রোহিত-বিরাট

কর্ণাটককে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতিয়েই মণীশ পাণ্ডে বলেছিলেন যে, তিনি কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন আগামী ২৪ ঘণ্টার মধ্য়ে। টিম ইন্ডিয়ার সীমিত ওভারের ক্রিকেটার বসলেন ছাদনাতলায়।

কর্ণাটককে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতিয়েই মণীশ পাণ্ডে বলেছিলেন যে, তিনি কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন আগামী ২৪ ঘণ্টার মধ্য়ে। টিম ইন্ডিয়ার সীমিত ওভারের ক্রিকেটার বসলেন ছাদনাতলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian cricketer Manish Pandey ties knot with actress Ashrita Shetty

অভিনেত্রীর সঙ্গে ছাদনাতলায় মণীশ, শুভেচ্ছায় মন ছুঁলেন রোহিত-বিরাট

কর্ণাটককে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতিয়েই মণীশ পাণ্ডে বলেছিলেন যে, তিনি কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন আগামী ২৪ ঘণ্টার মধ্য়ে। টিম ইন্ডিয়ার সীমিত ওভারের ক্রিকেটার বসলেন ছাদনাতলায়।

Advertisment

শুভকাজটা সেরে ফেললেন দক্ষিণী অভিনেত্রী আশ্রিতা শেট্টির সঙ্গে। ফের একবার বাইশ গজ আর সিনেপর্দার চার হাত এক হলো। নবদম্পতিকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন বিরাট কোহলি ও ডেপুটি রোহিত শর্মা। সোশাল মিডিয়ায় মণীশ-আশ্রিতার বিয়ের ছবি ছেয়ে গিয়েছে। ফ্য়ানেরাই পোস্ট করেছেন সেই ছবি।

আরও পড়ুন-ট্রফি জিতেই বিয়ে করছেন মণীশ পাণ্ডে

Advertisment

মণীশকে শুভেচ্ছা জানিয়ে বিরাট লিখলেন, "অনেক শুভেচ্ছা পাণ্ডেজি। আজীবনের সুন্দর মুহূূর্ত থাকুক তোমাদের। সুখী হও তোমরা। ঈশ্বর আশীর্বাদ করুন।"

মণীশকে শুভেচ্ছা জানাতে গিয়ে রোহিতের টুইট মন ছুঁয়ে নিলেন। তিনি লিখলেন, "মণীশ মিলিয়ে নিও এটাই তোমার জীবনের সেরা ইনিংস হয়ে থাকবে।"

আরও পড়ুন-১ রানে সৈয়দ মুস্তাক আলি জিতল কর্ণাটক, রুদ্ধশ্বাস শেষ ওভারের ভিডিও দেখুন

নৈনিতাল নিবাসী বছর তিরিশের মণীশ বেশ কিছুদিন ধরেই ডেটিং করছিলেন আশ্রিতার সঙ্গে। দক্ষিণী সিনেমাতেই দেখা গিয়েছে তাঁকে। ২৬ বছরের মুম্বইয়ের কন্য়াকে ইন্দ্রজিৎ, ওরু কানিয়ুম মোনু কালাভানিকালম এবং উধায়াম এনএইচ৪-এর মতো সুপারহিট সিনেমায় দেখা গিয়েছে।

গত রবিবার রুদ্ধশ্বাস ফাইনালের শেষ ওভারে তামিলনাড়ুকে ১ রানে হারিয়ে পরপর দু’বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতল মণীশ অ্যান্ড কোং। ক্য়াপ্টেন মণীশ ব্য়াট হাতে জ্বলে উঠেছিলেন। চারটি চার ও জোড়া ছক্কার সৌজন্য়ে ৪৫ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে মণীশ সুযোগ পেয়েছেন ভারতীয় দলে।

cricket BCCI