Indian Cricketer Death: পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের, শোকের ছায়া দেশজুড়ে

Indian Cricketer Death: পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার রাজেশ বণিক। বয়স হয়েছিল ৪০ বছর। তাঁর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Indian Cricketer Death: পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার রাজেশ বণিক। বয়স হয়েছিল ৪০ বছর। তাঁর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

author-image
Koushik Biswas
New Update
RIP (2)

পথ দুর্ঘটনায় মারা গেলেন রাজেশ বণিক

Cricketer Death: পথ দুর্ঘটনায় মারা গেলেন প্রাক্তন অলরাউন্ডার রাজেশ বণিক (Rajesh Banik)। ভারতের হয়ে তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রাজেশের বয়স ৪০ বছর। পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে তাঁর মৃত্যু হয়েছে। রাজেশের মৃত্যুতে ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) নেমে এসেছে শোকের ছায়া। ইরফান পাঠান এবং অম্বাতি রায়ুডুর মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতেন রাজেশ।

Advertisment

Australian Cricketer Death: বিশ্ব ক্রিকেটে বিরাট দুঃসংবাদ শোকে কাতর, ঘাড়ে বল লাগতেই সব শেষ

শ্রদ্ধাজ্ঞাপন করল TCA

২০০২-০৩ মরশুমে ত্রিপুরার হয়ে রনজি ডেবিউ করেছিলেন রাজেশ বনিক। একটা সময় তিনি রাজ্যের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন। পরবর্তীকালে অনূর্ধ্ব-১৬ রাজ্য দলের নির্বাচক হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। রাজেশের মৃত্যুতে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। ইতিমধ্যে TCA সচিব সুব্রত দে জানিয়েছেন, এটা অত্যন্ত দূর্ভাগ্যজনক একটি ঘটনা। আমরা একজন প্রতিভাশালী ক্রিকেটার এবং অনূর্ধ্ব-১৬ টিম সিলেক্টরকে হারালাম। এই ঘটনায় আমরা সকলেই শোকস্তব্ধ। ওঁর আত্মার শান্তি কামনা করি।

Advertisment

Indian Cricketer Death: শেষ বল করতেই হার্ট অ্যাটাক! মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

৪২ প্রথম শ্রেণীর ম্য়াচ খেলেছিলেন রাজেশ বণিক

১৯৮৪ সালের ১২ ডিসেম্বর আগরতলার কৃষ্ণনগর অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন রাজেশ বণিক। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি তাঁর প্রচন্ড ভালোবাসা ছিল। মিডল অর্ডার ব্যাটার হওয়ার পাশাপাশি লেগ-ব্রেক বোলারও ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাল পারফরম্য়ান্সের সুবাদে টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৫ দলেও জায়গা করে নিয়েছিলেন তিনি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।

Cricketer Death: লক্ষ্মীপুজোয় নামল শোকের ছায়া, চিরনিদ্রার দেশে পাড়ি বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

ওই টুর্নামেন্টে তিনি টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান এবং অম্বাতি রায়ুডুর সঙ্গে ড্রেসিংরুমও শেয়ার করেছিলেন। প্রসঙ্গত, ২০১৬-১৭ মরশুমে ত্রিপুরা ঘরোয়া ক্রিকেটে এখনও পর্যন্ত সর্বশ্রেষ্ঠ পারফরম্য়ান্স করেছিল। সেই বছর তিনি নেতৃত্বও দিয়েছিলেন। রনজি ইতিহাসে প্রথমবার ত্রিপুরা কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছিল। রাজেশ বণিক ত্রিপুরার হয়ে ৪২ প্রথম শ্রেণীর ম্য়াচ, ২৪ লিস্ট এ ম্য়াচ এবং ১৮ টি-২০ ম্য়াচ খেলেছিলেন।

New Rule For Cricketer Death: ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বড় সিদ্ধান্ত, মৃতদের পরিবারকে দেওয়া হবে ১ লাখ টাকা!

অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচকও ছিলেন তিনি

পেশাদার ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর রাজেশ বণিক ত্রিপুরার অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব সামলেছিলেন। অসময়ে তাঁর এই প্রয়াণে ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে।गहरे सदमे में है.

Rajesh Banik Cricketer Death Indian Cricket Team