/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/4-LEAD-11.jpg)
গত বছরে ভারত পাকিস্তান বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছিল। বিশ্বকাপের ট্র্যাডিশন মেনেই সেই ম্যাচে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ম্যাঞ্চেস্টারে সেই ম্যাচের আগেই নাকি পাক সমর্থকরা অভব্যতা করে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে। এমনটাই জানিয়ে দিলেন বিজয়শঙ্কর।
ভারতের বিখ্যাত ফ্যান গ্রুপ ভারত আর্মির পডকাস্ট এ এসে বিজয়শঙ্কর জানালেন, ম্যাচের আগেই কার্যত তাঁকে বলে দেওয়া হয়েছিল, প্রথম একাদশে রাখা হবে তাঁকে। তারপরেই ইন্দো-পাক লড়াইয়ের উত্তেজনা উপভোগ করতে থাকেন তিনি। ম্যাচের ঠিক আগের দিন এক কফি শপে এক পাক সমর্থকের গালিগালাজের শিকার হন কয়েকজন ক্রিকেটার।
বিজয়শঙ্কর বলছিলেন, "ম্যাচের ঠিক একদিন আগে দলের কয়েকজন কফি শপে গিয়েছিল। সেখানেই এক পাক সমর্থক আমাদের কার্যত গালিগালাজ দেওয়া শুরু করে। সেটাই আমার ভারত-পাক ম্যাচ নিয়ে প্রথম অভিজ্ঞতা।"
এরপরে তারকা অলরাউন্ডার আরো জানান, "আমাদের সেই গালিগালাজ হজম করতে হচ্ছিল। কারণ ও অভব্যতা করার ঘটনা পুরো রেকর্ড করছিল। তাই আমরা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারিনি। আমরা স্রেফ চুপচাপ বসে বসে দেখছিলাম ও কী করছে।"
Vijay Shankar describes the moment he was given the ball and the joy he felt getting a wicket off his first delivery!
.
Watch the full episode: https://t.co/agyxxQ8ZGA#bharatarmy#vijayshankar#COTIpic.twitter.com/vHpIvADOPQ— The Bharat Army (@thebharatarmy)
Vijay Shankar describes the moment he was given the ball and the joy he felt getting a wicket off his first delivery!
.
Watch the full episode: https://t.co/agyxxQ8ZGA#bharatarmy#vijayshankar#COTIpic.twitter.com/vHpIvADOPQ— The Bharat Army (@thebharatarmy) June 19, 2020
19, 2020
সবমিলিয়ে বিশ্বকাপের মত মঞ্চে ভারত-পাক যুদ্ধের অভিজ্ঞতা নেহাত খারাপ হয়নি তামিলনাড়ু অলরাউন্ডারের। সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে বিজয়শঙ্কর জানাচ্ছিলেন, "বেশ ভালো অভিজ্ঞতার সাক্ষী থেকেছিলাম। এই প্রথমবার জাতীয় দলের হয়ে পাকিস্তানকে খেলার প্রস্তুতি নিয়েছিলাম।"
বিজয়শঙ্করের নির্বাচন নিয়ে অনেক বিতর্ক থাকলেও তিনি পাক ম্যাচে ট্রাম্প কার্ড হয়ে দাঁড়িয়েছিলেন। বিশ্বকাপের প্রথম বলেই ইমাম উল হকের উইকেট তুলে নিয়েছিলেন। সব মিলিয়ে ৫.২ ওভার বল করে ২২ রান খরচ করে ২ পাক ব্যাটসম্যানকে আউট করে দেন তিনি।