Advertisment

চন্দ্রাভিযানে মাতলেন ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা

সাধারণ থেকে সেলেব, প্রায় প্রত্য়েকেই এই চন্দ্রযানের উৎক্ষেপণ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। বাদ গেলেন না ভারতের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। বীরেন্দ্র শেহওয়াগ থেকে সুরেশ রায়না হয়ে শিখর ধাওয়ানরা টুইট করে ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian cricketers hails ISRO’s Chandrayaan-2 launch

চন্দ্রাভিযানে মাতলেন ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা

প্রতীক্ষার অবসান। অবশেষে চাঁদের দেশে পাড়ি দিল চন্দ্রযান ২। জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে এদিন দুপুর ২টো ৪৩ মিনিট নাগাদ চাঁদের উদ্দেশে রওনা দিল চন্দ্রযান ২। চন্দ্রাভিযান ঘিরে রীতিমতো সাজো সাজো রব শ্রীহরিকোটায়।

Advertisment

গত সপ্তাহেই রবিবার গভীর রাতে চন্দ্রাভিযানের কথা ছিল। কিন্তু রকেট ওড়ার ৫৬ মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় চন্দ্রযান ২ -এর অভিযান। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই ত্রুটি সারিয়ে আজ চাঁদের পথে চন্দ্রাভিযান।

আরও পড়ুন: অবশেষে চাঁদে পাড়ি দিল চন্দ্রযান ২

সাধারণ থেকে সেলেব, প্রায় প্রত্য়েকেই এই চন্দ্রযানের উৎক্ষেপণ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। বাদ গেলেন না ভারতের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। বীরেন্দ্র শেহওয়াগ থেকে সুরেশ রায়না হয়ে শিখর ধাওয়ানরা টুইট করে ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন।

চাঁদের দক্ষিণ মেরুতে পাড়ি দেবে চন্দ্রযান ২। এর আগে কোনও দেশ ওই জায়গায় যায়নি। চন্দ্রযান ২-তে তিনটি ভাগ রয়েছে। এই তিনটি ভাগ হল অরবিটর, ল্যান্ডার ও রোভার। চাঁদের কক্ষপথে ঘুরতে সাহায্য করবে অরবিটর। চাঁদের মাটিতে নামাবে ল্যান্ডার। চাঁদে তথ্য সংগ্রহ করার কাজ করবে রোভার। জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে চাঁদে যাচ্ছে চন্দ্রযান ২।

VVS Laxman ISRO Virender Sehwag
Advertisment