/indian-express-bangla/media/media_files/2025/05/07/TY30oyou10a8DDeWLxvp.jpg)
Cricketers on Operation Sindoor: অপারেশ সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাকে স্যালুট তারকাদের
Indian cricketers react to India 'Operation Sindoor: পহেলগাঁও হামলার বদলা নিতে ভারত পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) এয়ার স্ট্রাইক করেছে। ভারতীয় সেনাবাহিনী সফলভাবে ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) মাধ্যমে ৯টি জঙ্গি ঘাঁটির উপর হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো সামরিক অভিযানের উপর নজর রেখেছেন।
পহেলগাঁও হামলার ঠিক ১৫ দিন পর, ভারত পাল্টা প্রত্যাঘাত হিসাবে এই অভিযান চালিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে। অভিযানে সেই জঙ্গি কাঠামোগুলোকেই টার্গেট করা হয়েছে, যেগুলি ২২ এপ্রিলের হামলার জন্য দায়ী গোষ্ঠীর সঙ্গে যুক্ত।
আরও পড়ুন ভারতের আত্মায় আঘাতের আগুনে জবাব! গত কয়েকবছরে সবচেয়ে বড় প্রত্যাঘাত 'অপারেশন সিন্দুর'
ভারত সরকার নিশ্চিত করেছে, সমস্ত নয়টি টার্গেট সফলভাবে ধ্বংস করা হয়েছে এবং এই অভিযানে পাকিস্তানের কোনও সাধারণ নাগরিক বা সেনা কাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।
এই এয়ারস্ট্রাইকের পর ভারতীয় ক্রিকেটাররাও প্রতিক্রিয়া জানিয়েছেন। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag) একটি পোস্টে লেখেন, “ধর্মো রক্ষতি রক্ষিতঃ। জয় হিন্দ কা সেনা।”
Dharmo Rakshati Rakshata
— Virrender Sehwag (@virendersehwag) May 7, 2025
Jai Hind ki Sena 🙏🏼#OperationSindoor
ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদও সোশ্যাল মিডিয়ায় “ভারত মাতার জয়” বলে ভারতীয় সেনাকে স্যালুট জানিয়েছেন।
Bharat Mata Ki Jai 🙏🏼#OperationSindoor
— Venkatesh Prasad (@venkateshprasad) May 7, 2025
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে এক জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় ও এক জন নেপালি নাগরিক নিহত হন। এই অপারেশন ছিল ভারতের একটি সুপরিকল্পিত পদক্ষেপ, যাতে দোষীদের জবাবদিহি করানো যায় এবং ভবিষ্যতের জন্য স্থিতিশীলতা বজায় রাখা যায়।
Wishing Our Forces Safety and Success. One nation…Together we Stand #OperationSindoorpic.twitter.com/0xnnbwDzXE
— Vaibhav Sooryavanshi (@Vaibhavsooryava) May 7, 2025