২৫ জুন, ১৯৮৩।
দেশের ক্রিকেট ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে এই তারিখ। এই তারিখেই যে ঐতিহ্যবাহী লর্ডসে প্রথমবার ভারতের হাতে বিশ্বকাপ ট্রফি উঠেছিল। তা-ও আবার ফাইনালে বিশ্বের সেরা দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে।
সেই একটা জয়ই বদলে দেয় দেশের ক্রিকেট মানচিত্রকে। ক্রিকেটের জোয়ার আসে ভারতে। সেই জয়েরই ৩৭ বছর পূর্ণ হল এদিন। সোশ্যাল মিডিয়ায় কপিল এন্ড কোং-য়ের বীরগাঁথা, বন্দনা চলছেই।
প্রুডেন্সিয়াল কাপে টসে জিতে ক্যারিবিয়ানরা ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ক্যারিবিয়ান বোলারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা ১৮৩-র বেশি স্কোরবোর্ডে তুলতে পারেনি।
এই স্কোর রক্ষা করেই যে ইতিহাস গড়বে ভারত, তা বিশ্বাসই করতে পারেনি দলের প্রত্যেকে। সেই অসাধ্যসাধন করেই কিন্তু চ্যাম্পিয়ন ভারত।
“ওয়েস্ট ইন্ডিজের ওই দুর্ধর্ষ ব্যাটিং লাইন আপ দেখে আমরা আশাই করিনি সেই ম্যাচে আমরা জিতব।” স্টার স্পোর্টসের অনুষ্ঠানে এসে কৃষ্ণমাচারি শ্রীকান্ত এমনটাই জানিয়েছেন।
#Kapildev
Scene at #Lords after our victory against the West Indies in #WorldCup1983 pic.twitter.com/QEhBW9dMGg— Kirti Azad (@KirtiAzaad) June 25, 2020
???? #OnThisDay in 1983, ???? Lord's - History created! #TeamIndia led by @therealkapildev won the World Cup after beating the mighty West Indies ????#TeamIndia ???????? pic.twitter.com/fKfhICVs5R
— BCCI (@BCCI) June 25, 2020
June 25, 1983: The iconic image of Kapil Dev holding the World Cup Trophy at Lord’s is a watershed moment in Indian cricket history. It changed cricket in India. This win inspired the next generation to achieve the impossible & dream BIG pic.twitter.com/hoyEobpuwL
— Mohammad Kaif (@MohammadKaif) June 25, 2020
Today is the day when @therealkapildev and Co. won our maiden cricket World Cup in 1983. This day has changed Indian cricket and motivated many youngsters to take up this beautiful game and made them believe that Indians can rule the world cricket ???????? @BCCI @ICC #WorldCup1983 pic.twitter.com/HnVBh0GKFu
— Vinay Kumar R (@Vinay_Kumar_R) June 25, 2020
Indian cricket changed on this day ???? Legendary team ???????? https://t.co/kXt48ZeNAx
— Krunal Pandya (@krunalpandya24) June 25, 2020
A moment of national pride, our seniors lifted the 1983 Cricket World Cup on this day ???????? ???? Congratulations to every member of the 1983 team ???????????????? You set the benchmark for us to achieve the same in 2011! Looking forward to India becoming a world champion in all sports ????????????????
— Yuvraj Singh (@YUVSTRONG12) June 25, 2020
37 years today since the historic day at Lords when Kapil Paaji lifted the 1983 World Cup. As a 9 year old, it inspired me to dream big and enhanced my love for the game. Incredible day which inspired a whole generation. Thank you Team 83. pic.twitter.com/mjCKBmHpGk
— VVS Laxman (@VVSLaxman281) June 25, 2020
Today 37 years ago, changed the cricketing landscape in India. Thank you @therealkapildev and team for making the game a career for many of us today. Deeply indebted????????????
— Ashwin (During Covid 19)???????? (@ashwinravi99) June 25, 2020
1983 was a year that changed indian cricket forever. #ThisDayThatYear #WorldCup1983 #Heroes
— Irfan Pathan (@IrfanPathan) June 25, 2020
37 years back..Thank you @therealkapildev and whole team for inspiring us ???? #WorldCup1983 ???????? pic.twitter.com/a4T4zeBuh6
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 25, 2020
One of the most important events in the History of Indian Cricket
This win inspired India's future generations to dream big!
37 years to this glory of #WorldCup1983 @therealkapildev pic.twitter.com/ZkQcej6wUD— Suresh Raina???????? (@ImRaina) June 25, 2020
কিন্তু খেলা ঘোরে কপিল দেবের পেপ টকে। কীভাবে! জাতীয় দলের প্রাক্তন তারকা জানাচ্ছিলেন, “কপিল কখনই বলেনি আমরা জিততে পারি। তবে ও একটাই কথা বলেছিল যে আমরা মাত্র ১৮৩ রানে আউট হয়ে গিয়েছি। তবে আমাদের সামর্থ্যের অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই ম্যাচ আমরা সহজে ছাড়বো না।” তারপরে পুরোটাই ইতিহাস।
১৮৩ রান বোর্ডে তুলেও ভারত প্রবল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে পরাজিত করে। ১৪০ রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ান দের যাবতীয় প্রতিরোধ।
লর্ডসের ব্যালকনিতে কপিল দেবের ট্রফি হাতে করে দাঁড়িয়ে থাকা এখন ক্রিকেটের লোকগাঁথায় পর্যবসিত। বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হন মোহিন্দর অমরনাথ। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২৬ করে যাওয়ার পাশাপাশি বল হাতে তিন উইকেট নিয়েছিলেন।
ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের ৩৭তম বর্ষপূর্তিতে তাই তারকা, মহাতারকা ক্রিকেটাররা নিজেদের অনুভূতি শেয়ার করে নিলেন ভক্তদের সঙ্গে।