Advertisment

মাঠ ছাড়তে চাইছেন সুনীল, রাজি নন কোচ! চিনে গিয়ে ক্ষোভের বিস্ফোরণ ক্যাপ্টেনের

বেনজির অব্যবস্থার শিকার ভারতীয় ফুটবলাররা

author-image
IE Bangla Sports Desk
New Update
sunil-stimac

চরম দুর্দশা ভারতীয় ফুটবল দলের

কোনওরকমে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ভারত। মায়ানমারের বিরুদ্ধে ড্র করলেই পরের রাউন্ডে পৌঁছনোর ছাড়পত্র মিলত। সেই ড্র করেই ভারত আপাতত এশিয়ার গেমসের শেষ ষোলোয়।

Advertisment

দলের প্রস্তুতি নিয়ে অবশ্য এখনও ক্ষোভ যাচ্ছে না ক্যাপ্টেন সুনীলের। বলে দিলেন, "অনেক ভালো কিছু বলতে চাই। তবে এটা বলা শক্ত।" গত সোমবার হাংঝৌয়ে পৌঁছনোর পর একবারও ট্রেনিং করেনি ভারত। এমনকি একসপ্তাহ কার্যত না ঘুমিয়েই কাটিয়েছেন ফুটবলাররা। শনিবার রাতেই একমাত্র ফুটবলাররা যা বিশ্রাম পেয়েছেন। এমনকি সুনীল প্ৰথম দুই ম্যাচে পরিবর্ত হিসাবে মাঠ থেকে উঠে যেতে চাইলেও কোচ ইগর স্টিম্যাচের হাতে পর্যাপ্ত অপশন ছিল না।

ছেত্রী বলেই দিলেন, "বুঝতেই পারছেন, প্রস্তুতির কতটা অভাব রয়েছে।" মায়ানমারের বিপক্ষে ড্র হওয়া ম্যাচে ভারত পেনাল্টি থেকে লিড নেয় সুনীলের গোলেই। গোলের পরেও তাই ভারত কোনও সেলিব্রেশনেই কার্যত মাতেনি। দলের মুখ যে রক্ষা হয়েছে কোনওরকমে, তাতেই যেন সন্তুষ্ট ফুটবলাররা।

চিন গ্রুপে প্ৰথম। মায়ানমার এবং ভারত দুই দলই এক জয় এবং একটা ড্র সমেত একই পয়েন্ট অর্জন করলেও গোল পার্থক্যে বাজিমাত করল ভারত। সুনীল বলে দিচ্ছেন, "যে বিষয়ে অভাব রয়েছে, তা হল সমন্বয়ের, প্রস্তুতির। এমনকি ফুটবলাররা জানেও না যে কারা নামবে। আমরা কখনই একসঙ্গে খেলিনি, এমনকি অনুশীলনও করিনি। পাঁচ দিনে এমন অবস্থায় তিনটে ম্যাচ খেলা মোটেই সহজ নয়। এমনকি ম্যাসিওর'ও নেই। কাঁদুনি গাইছি না। তবে এটাই সত্য। ভালো বিষয় হল, যারাই দলের সঙ্গে রয়েছেন, তাঁরা সঙ্ঘবদ্ধ। এখন আমরা কোয়ালিফাই করে গিয়েছি। এটা পজিটিভ বিষয়।"

আইএসএল-এর ক্লাব প্লেয়ার রিলিজ করেনি। এমনকি যাঁদের শেষ মুহূর্তে নির্বাচিত করা হয়েছে, তাঁরাও জানতেন না খেলতে চলেছেন। অনেকেরই আবার ভ্রমণ সংক্রান্ত নথি জটিলতা দেখা দেয় শেষ মুহূর্তে। অনিশ্চয়তা, প্রস্তুতির অভাব, এমন প্লেয়ারদের নির্বাচন যাঁরা কখনই একত্রে খেলেননি। গোটা ঘটনা ভারতের সামনে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

প্ৰথম দুই ম্যাচে ক্লান্তি গ্রাস করেছিল সুনীলকে। তিনি উঠে যেতে চাইছিলেন। কোচ স্টিম্যাচের কাছে অনুরোধ করেন। তবে কোচ জানিয়ে দেন, কোনও পরিবর্ত ফুটবলার-ই নেই।

মায়ানমার ম্যাচে আবার এক ফুটবলার জ্বরে পড়েন। কোচ স্টিম্যাচের হাতে অপশন আরও কমে যায়। সুনীল জানাচ্ছেন, "ভুল হচ্ছে। তা নিয়ে সন্দেহ নেই। তবে আমরা সকলেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। কোনওভাবেই অজুহাত দিচ্ছি না। তবে এটা মোটেই সহজ নয়। আমরা হয়ত সঙ্ঘবদ্ধ ফ্লুইড ফুটবল খেলতে পারছি না। হয়ত পাসিং ফুটবল মেলে ধরতে পারছি না। তবে হতাশ হয়ো না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

ঝিংগানকে একদম শেষ মুহূর্তে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। সুনীলের সঙ্গে ঝিংগানই এশিয়ান গেমসের জাতীয় দলে সিনিয়র তারকা। তারকা সেন্ট্রাল ব্যাক জানাচ্ছেন, "এখনও জেট ল্যাগ রয়েছে। ১৭ তারিখে আমাদের যাত্রা শুরু হয়। ১৮ তারিখ টানা আমরা ভ্রমণ করি। ১৯ তারিখে আমাদের প্ৰথম ম্যাচ ছিল। ম্যাচের পর ঠিকমত ঘুমোতেও পারিনি। তারপর দু-দিন অফ ছিল। অবশেষে শনিবার ঠিকমত ঘুমোলাম।"

"কোনও প্রস্তুতির কোনও পর্যাপ্ত সুযোগই ছিল না। আমরা যা করছি একদম সহজভাবে রাখার চেষ্টা করছি। মিটিংয়ে যা বলার চেষ্টা করছি সেটা একদম সহজভাবে বেসিকে জোর দেওয়ার চেষ্টা করছি। কোনও কম্বিনেশনই হয়ে ওঠেনি।"

যে মায়ানমারকে অতীতে সহজেই হারানোর নজির রয়েছে, সেই মায়ানমারের বিপক্ষেও জয় আসেনি। কোনও রকমে রাউন্ড অফ সিক্সটিন-এ পৌঁছতে হয়েছে। সন্দেশ অবশ্য বলছেন, "সকলেরই নিজস্ব মতামত রয়েছে। সদর্থক অথবা নঙর্থক। আমরা কোয়ালিফাই করেছি। সেটাই আপাতত সদর্থক বিষয়।"

Indian Team Indian Football indian football team Sunil Chhetri Asian Games
Advertisment