একদিন আগেই দেশবাসীর উদ্দেশে ফুটবল খেলা নিয়ে কার্যত বিরল এক বার্তা দিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। ট্যুইটারে ফুটবলকে সমর্থনের কথা বলে একটি ভিডিও আপলোড করেছিলেন সুনীল, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এবার ভারতীয় ফুটবল দলের অধিনায়কের সঙ্গে একমত হয়ে ফুটবল নিয়ে সোচ্চার হলেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় ফুটবল দলকে সমর্থনের জন্য দেশবাসীর কাছে আর্জি রেখে সুনীল স্টেডিয়ামে এসে খেলা দেখার কথা বলেছিলেন। ছেত্রীর সেই আর্জি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হলেন শচীন তেণ্ডুলকর।
সুনীলের মতোই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে শচীন বলেছেন যে, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, টেনিস, কুস্তি, ক্রিকেট, যে খেলাই হোক না কেন, দেশের ক্রীড়াবিদদের পাশে থেকে উৎসাহ জোগানো দরকার। শুধু একথাই নয়, ক্রীড়াবিদদের মনোবল বাড়াতে স্টেডিয়ামে এসে খেলা দেখার বার্তাও দিয়েছেন লিটল মাস্টার। শুধু শচীনই নন, সুনীলের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও। ফুটবল দলকে সমর্থনের কথা বলে কোহলিও স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার আর্জি জানিয়েছেন।
C'mon India... Let's fill in the stadiums and support our teams wherever and whenever they are playing. @chetrisunil11 @IndianFootball pic.twitter.com/xoHsTXEkYp
— Sachin Tendulkar (@sachin_rt) June 3, 2018
Please take notice of my good friend and Indian football skipper @chetrisunil11's post and please make an effort. pic.twitter.com/DpvW6yDq1n
— Virat Kohli (@imVkohli) June 2, 2018
আজ কেনিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে সুনীল বলেছেন , শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকাটা যে কোনও ক্রীড়াবিদের কাছেই সেরা ওষুধ। ভারতীয় ফুটবল দলকে সমর্থন জানানোর বার্তাও দিয়েছেন ছেত্রী।
আরও পড়ুন, FIFA World Cup 2018 schedule: দেখে নিন ভারতীয় সময় কবে কখন ম্যাচ!
চাইনিজ তাইপের সঙ্গে ম্যাচ নিয়ে এর আগে ট্যুইট করেছিলেন সুনীল। সেখানে তিনি যাঁরা মুম্বইয়ে এই ম্যাচ দেখতে এসেছিলেন তাঁদের ধন্যবাদ জানান। একইসঙ্গে যাঁরা ওইদিনের ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসেননি, তাঁদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘যাঁরা ফুটবলের ফ্যান নন, তাঁরাও দয়া করে খেলা দেখতে আসুন।’’ কেন তাঁরা খেলা দেখতে আসবেন তার ব্যখ্যাও দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘‘প্রথম কারণটা হল, এটা দুনিয়ার সেরা খেলা, আর দ্বিতীয় কারণটি হল, আমরা দেশের জন্য খেলি।’’
This is nothing but a small plea from me to you. Take out a little time and give me a listen. pic.twitter.com/fcOA3qPH8i
— Sunil Chhetri (@chetrisunil11) June 2, 2018
ভারতীয় ফুটবল নিয়ে যাঁরা হতাশ, তাঁদের উদ্দেশেও বার্তা দিয়েছেন ছেত্রী। তিনি বলেন, ‘‘যাঁরা ইউরোপিয়ান ক্লাবগুলোর ফ্যান, ইউরোপিয়ান ক্লাব নিয়ে যাঁদের প্যাশন রয়েছে, তাঁদের বলছি, আমরা জানি যে আমাদের মান ওদের মতো নয়।’’ একইসঙ্গে তিনি বলেন যে, ভারতীয় ফুটবলারদের ইচ্ছা, একাগ্রতা নিশ্চয়ই এই হতাশা একসময় দূর করতে পারবে। সুনীলের আর্জি, ‘‘যাঁরা সব আশা হারিয়ে ফেলেছেন, তাঁদের অনুরোধ করছি, স্টেডিয়ামে এসে আমাদের খেলা দেখুন।’’