scorecardresearch

ভারতীয় ক্রিকেটের ‘নায়ক’, পারভিন ববির ‘হিরো’ আর নেই! IPL-এর সময়েই মর্মান্তিক দুঃসংবাদ

ভারতীয় ক্রিকেটে একটা যুগের অবসান ঘটল

ভারতীয় ক্রিকেটের ‘নায়ক’, পারভিন ববির ‘হিরো’ আর নেই! IPL-এর সময়েই মর্মান্তিক দুঃসংবাদ

রবিবার ভারতীয় ক্রিকেটের একটা যুগের অবসান ঘটল। ৮৮ বছরে প্রয়াত হলেন সেলিম দুরানি। চলচ্চিত্র অভিনেতাদের মত সুদর্শন, দুর্ধর্ষ সেন্স অফ হিউমার, অবলীলায় ছক্কা হাঁকানোর ক্ষমতা- সেলিম দুরানি মানেই ভারতীয় ক্রিকেটে ম্যাজিক।

গুজরাটের জামনগরে ছোট ভাই জাহাঙ্গির দুরানির সঙ্গে থাকতেন। চলতি বছরে অশক্ত শরীরে চলাফেরা করতে গিয়ে পড়ে গিয়েছিলেন। উরুর হার ভেঙে গিয়েছিল। তারপর অস্ত্রোপচারও করতে হয়।

আসলে তিনি আফগানি। কাবুলে জন্ম। পরে পাকাপাকিভাবে ভারতে আস্তানা গাড়েন। ব্যাট রানে আগ্রাসী খেলতে ভালোবাসতেন। ডান হাতি অর্থোডক্স বোলারও ছিলেন সেই সঙ্গে। জাতীয় দলের হয়ে ২৯ টেস্ট খেলেছিলেন তিনি। ১৯৬১-৬২’তে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুরানির ম্যাজিকে ভর করে ভারত সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে। ঐতিহাসিক সেই সিরিজে কলকাতা এবং মাদ্রাজ টেস্টে দুরানি যথাক্রমে দখল করেন ৮ এবং ১০ উইকেট।

ক্রিকেটের স্টাইল আকড়ে চলতেন মাঠের বাইরেও। ড্রেসিং সেন্সের জন্য বিখ্যাত ছিলেন। জাতীয় দলের হয়ে ৫০ ইনিংসে ১২০২ রান করেছেন। একটা সেঞ্চুরি করলেও হাঁকিয়েছেন সাতটা হাফসেঞ্চুরি।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ-জয়ী পারফরম্যান্স করার পর দুরানির কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে ভারতকে বিখ্যাত জয় এনে দেওয়া। সেই ম্যাচের মোক্ষম সময়ে ক্লাইভ লয়েড এবং স্যার গ্যারফিল্ড সোবার্স- দুজনই শিকার তাঁর বলের।

খেলা ছেড়ে দেওয়ার পরে সিনেমার পর্দাতেও দেখা গিয়েছিল সেলিম দুরানিকে। ১৯৭৩-এ পারভিন ববির বিরুদ্ধে চরিত্র সিনেমায় আত্মপ্রকাশ করেন তিনি।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Indian legendary cricketer salim durani passes away