Advertisment

কেরিয়ারের সেরা বোলিং শামির, পার্থে ভারতের টার্গেট ২৮৭

সোমবার পার্থে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ২৪৩ রানে শেষ হল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ভারতের জেতার জন্য টার্গেট ২৮৭। মহম্মদ শামির কেরিয়ারের সেরা বোলিংয়ের (৬-৫৬) সৌজন্যে অজিদের ৩০০ রানের মধ্যে বেঁধে রাখতে পারে কোহলি অ্যান্ড কোং।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs Australia

উইকেট নেওয়ার পর শামির উচ্ছ্বাস (ছবি-টুইটার/বিসিসিআই)

সোমবার পার্থে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ২৪৩ রানে শেষ হল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ভারতের জেতার জন্য টার্গেট ২৮৭। মহম্মদ শামির কেরিয়ারের সেরা বোলিংয়ের (৬-৫৬) সৌজন্যে অজিদের ৩০০ রানের মধ্যে বেঁধে রাখতে পারে কোহলি অ্যান্ড কোং। শামি ছাড়াও যসপ্রীত বুমরা পেয়েছেন তিন উইকেট।

Advertisment

পার্থের পিচে বাউন্স একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যার ফলে অস্ট্রেলিয়া মাত্র ৫১ রানে তাদের শেষ ছ’উইকেট হারিয়ে ফেলে। রবিবার দিনের শেষে চার উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩২ রান তুলেছিল। উসমান খোয়াজা (৪১) ও টিম পেইন (৮) অপরাজিত ছিলেন ক্রিজে। এদিন সকালে এই দুই ব্যাটসম্যানই ভারতীয় বোলারদের শাসন করেছেন। খোয়াজা থেমেছেন ৭২ রানে। পেইন আউট হন ৩৭ রানে। পঞ্চম উইকেট পার্টনারশিপে তাঁরা ৭০ রান স্কোরবোর্ডে যোগ করেন। অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটসম্যান ডিফেন্সিভ মোডেই খেলা চালিযে যান। খোয়াজা এই দিন কেরিয়ারের ১৪ তম হাফ-সেঞ্চুরিটা পেয়ে যান।

আরও পড়ুন: শচীনকে স্পর্শ করলেন কোহলি, ভারত থামল ২৮৩ রানে

ভারতের পক্ষে এই রান তোলার কাজটা একেবারেই সহজ নয়। ইন্ডিয়া এই টেস্টে যদি ড্র করতে পারে তাহলেও ভারতীয় ব্যাটিং লাইন-আপের প্রশংসা করতে হবে। কিন্তু পার্থ টেস্টে জয়ের গন্ধই পাচ্ছে অস্ট্রেলিয়া। কারণ যত সময় গড়াবে ওপটাস স্টেডিয়াম হয়ে উঠবে বোলারদের স্বর্গরাজ্য়। আর এখানেই ভারতীয় ব্যাটসম্যানদের সংযমের পরীক্ষা। দেখা যাক কোহলিরা কী করেন!

Cricket Australia India Australia
Advertisment