চাকরি দেয়নি রাজ্য সরকার, চূড়ান্ত হতাশায় চরম সিদ্ধান্ত প্যারালিম্পিক পদকজয়ীর!

Arjuna Award Controversy: ভারতীয় প্যারালিম্পিক পদকজয়ী কপিল পারমার এবং প্রাচী যাদব ইতিমধ্যে দেশের নাম উজ্জ্বল করেছে। তবে সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁদের চূড়ান্ত হতাশা ঝরে পড়ল।

Arjuna Award Controversy: ভারতীয় প্যারালিম্পিক পদকজয়ী কপিল পারমার এবং প্রাচী যাদব ইতিমধ্যে দেশের নাম উজ্জ্বল করেছে। তবে সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁদের চূড়ান্ত হতাশা ঝরে পড়ল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kapil Parmer

অর্জুন পুরস্কার গ্রহণ করছেন কপিল পারমার

Kapil Parmar: ভারতীয় প্যারালিম্পিক অ্যাথলিট কপিল পারমার এবং প্রাচী যাদব (Prachi Yaadav) ইতিমধ্যে দেশের নাম উজ্জ্বল করেছে। তবে সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁদের চূড়ান্ত হতাশা ঝরে পড়ল। আর সেকারণেই মধ্যপ্রদেশের এই ২ খেলোয়াড় নিজেদের অর্জুন পুরস্কার (Arjuna Award) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

Advertisment

প্যারা জুডো অ্যাথলিট কপিল পারমার এবং প্যারাকেনো অ্যাথলিট প্রাচী যাদব আন্তর্জাতিক দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। কিন্তু, এখনও পর্যন্ত তাঁরা কোনও সরকারি চাকরি পাননি। এই পরিস্থিতিতে তাঁরা মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে বড়সড় অভিযোগ করলেন।

LA Olympics 2028: অলিম্পিকে ক্রিকেট ফিরলেও খেলতে পারবে না পাকিস্তান-বাংলাদেশ, কেন জানেন?

মুখ উজ্জ্বল করেছেন ভারতের

Advertisment

প্যারা জুডো অ্যাথলিট কপিল পারমার ২০২৪ প্যারালিম্পির টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। তার থেকেও বড় কথা, ভারতের হয়ে প্রথম প্যারালিম্পিক খেতাব জয় করেছিলেন তিনি। এছাড়াও ২০১৯ সালে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা, ২০২৩ সালে গ্রাঁ প্রি-তে সোনা এবং ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। পাশাপাশি ২০২২ সালে এশিয়ান গেমসে তিনি রুপোর পদকও জয় করেছিলেন। এই দুর্দান্ত পারফরম্য়ান্সের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার তাঁকে ২০২৪ সালে অর্জুন পুরস্কার দিয়েছিল।

Cricket in Olympics: অলিম্পিকে ফিরছে ক্রিকেট, তার আগে 'বড় সিদ্ধান্ত' জয় শাহের! পোয়াবারো ভারতের

অন্যদিকে, প্রাচী যাদব ২০২০ টোকিও প্যারালিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। দেশের প্রথম প্যারাকেনো অ্যাথলিট হিসেবে এত বড় মঞ্চে এসেছিলেন তিনি। ২০২২ সালে প্যারা বিশ্বকাপে প্রাচী ব্রোঞ্জ পদক জয় করেছিল। এরপর মধ্যপ্রদেশ সরকার তাঁকে বিক্রম পুরস্কারে সম্মানিত করেছিল। এরপর ২০২৩ সালে তাঁকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়।

Cricket enters LA28 Olympics: ১২৮ বছর পর ক্রিকেট ফিরল Olympics-এ, ক'টা দল খেলবে? কীভাবে হবে কোয়ালিফিকেশন জানুন

সরকারের বিরুদ্ধে ২ অ্যাথলিটের অভিযোগ

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে কপিল পারমার জানিয়েছেন, গোটা বিষয়টাই চেপে রাখা হয়েছে। শিবরাজ সিং চৌহান যখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আমাকে ১ কোটি টাকার আর্থিক পুরস্কারের পাশাপাশি সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ওই সময় বলা হয়েছিল, আমাকে DSP পদ দেওয়া হবে। যদিও এরপর আমি ৫০ লাখ টাকা পাই। কিন্তু, সরকারি চাকরি আজ পর্যন্ত পাইনি। গত ১ মাস ধরে বিভিন্ন আধিকারিকদের ফোন করার চেষ্টা করছি। কিন্তু, কেউই আমার ফোন ধরছেন না। পাশাপাশি কোনও সরকারি অনুষ্ঠানেও আমাকে ডাকা হয় না। পদক জয়ের পর যে ছবি তোলা হয়, দরকারের সময় সেটাই কোনও কাজে আসে না।

Los Angeles Olympics: বক্সিং-এর প্রত্যাবর্তন, কবে ফিরছে অলিম্পিকে?

প্রাচীও এই ব্যাপারে বিভিন্ন সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে উত্তরপ্রদেশ কিংবা হরিয়ানার হয়ে খেলতে পারলে বোধহয় ভাল করতেন তিনি। ওখানে আমি সাফল্যের পাশাপাশি পেনশনও পেতাম। মধ্যপ্রদেশ সরকার আমাদের কোনও চাকরি দিচ্ছে না। এমনকী, কোনও আর্থিক সাহায্যও করছে না।

Arjuna Award Prachi Yaadav Kapil Parmar