Advertisment

অস্ট্রেলিয়াকে হারিয়ে সোশাল মিডিয়ায় উচ্ছ্বাস ভারতীয় দলের

শেষ পর্যন্ত যখন খেলা শুরু হয়, তার পর ভারতীয় বোলারদের আর পুরো পাঁচ ওভারও লাগেনি অজিদের লেজ মুড়িয়ে দিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মেলবোর্নের দর্শকদের অভিবাদন জানাচ্ছেন ক্যাপ্টেন কোহলি (ছবি- টুইটার)

১৩৭ রানের বড়সড় জয়, তাও আবার বক্সিং ডে টেস্টে। স্বভাবতই উদ্বেল ভারতীয় শিবির। দু ইনিংসে ৯ উইকেট নিয়ে  ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জশপ্রীত বুমরা। চার দিনেই হয়ত জিতে যেতে পারত ভারত, কিন্তু প্যাট কামিন্স ও নাথান লিয়ঁ তা হতে দেননি। পঞ্চম দিন অবধি খেলা টেনে নিয়ে যান দুজনে।

Advertisment

বৃষ্টির জন্য পঞ্চম দিনে প্রথম সেশন খেলাই হয়নি, আগে ভাগে মধ্যাহ্ন ভোজের বিরতিও ঘোষণা করে দেন আম্পায়াররা। শেষ পর্যন্ত যখন খেলা শুরু হয়, তার পর ভারতীয় বোলারদের আর পুরো পাঁচ ওভারও লাগেনি অজিদের লেজ মুড়িয়ে দিতে। বুমরা কামিন্সের উইকেট নেন। পরের ওভারেই লিয়ঁকে ফিরিয়ে দেন ইশান্ত শর্মা।

জয়ের পর টিম ইন্ডিয়ার সদস্যরা সোশাল মিডিয়ায় উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখাতে থাকেন।

এক বছর আগে পর্যন্তও ওয়ান ডে স্পেশালিস্ট হিসেবেই ধরা হত বুমরাকে। এ বছর লাল বলে তাঁর পারফরম্যান্সের উত্থান প্রায় ধূমকেতুর মত। ভারতের প্রথম বক্সিং ডে টেস্ট জয়ের প্রধান কারিগর হিসেবে তাঁকেই ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে।

টিমে না থাকা ভুবিও ড্রেসিং রুমের ছবি টুইট করে দিয়েছেন।

পরপর বেশ কয়েকটি ছবি টুইট করেছেন শিখর ধাওয়ান।

এ টেস্ট জয়ের অন্যতম কারিগর ছিলেন চেতেশ্বর পূজারা।

সিরিজ জয়ের সংকল্প নিয়ে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আগামী ৩ জানুয়ারি থেকে।

cricket Test cricket
Advertisment