/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/virat-at-mcg.jpg)
মেলবোর্নের দর্শকদের অভিবাদন জানাচ্ছেন ক্যাপ্টেন কোহলি (ছবি- টুইটার)
১৩৭ রানের বড়সড় জয়, তাও আবার বক্সিং ডে টেস্টে। স্বভাবতই উদ্বেল ভারতীয় শিবির। দু ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জশপ্রীত বুমরা। চার দিনেই হয়ত জিতে যেতে পারত ভারত, কিন্তু প্যাট কামিন্স ও নাথান লিয়ঁ তা হতে দেননি। পঞ্চম দিন অবধি খেলা টেনে নিয়ে যান দুজনে।
বৃষ্টির জন্য পঞ্চম দিনে প্রথম সেশন খেলাই হয়নি, আগে ভাগে মধ্যাহ্ন ভোজের বিরতিও ঘোষণা করে দেন আম্পায়াররা। শেষ পর্যন্ত যখন খেলা শুরু হয়, তার পর ভারতীয় বোলারদের আর পুরো পাঁচ ওভারও লাগেনি অজিদের লেজ মুড়িয়ে দিতে। বুমরা কামিন্সের উইকেট নেন। পরের ওভারেই লিয়ঁকে ফিরিয়ে দেন ইশান্ত শর্মা।
জয়ের পর টিম ইন্ডিয়ার সদস্যরা সোশাল মিডিয়ায় উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখাতে থাকেন।
What a win!! Proud to be part of this unit . Onto Sydney now. Jai hind ???????????????????????? pic.twitter.com/DsW8WXRMGj
— Virat Kohli (@imVkohli) December 30, 2018
এক বছর আগে পর্যন্তও ওয়ান ডে স্পেশালিস্ট হিসেবেই ধরা হত বুমরাকে। এ বছর লাল বলে তাঁর পারফরম্যান্সের উত্থান প্রায় ধূমকেতুর মত। ভারতের প্রথম বক্সিং ডে টেস্ট জয়ের প্রধান কারিগর হিসেবে তাঁকেই ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে।
Success isn't always about greatness. It's about consistency.????
A dream win for us and what a way to end the year! ????????
Truly exceptional.#AUSvsINDpic.twitter.com/6Kaiy46v4O— Jasprit bumrah (@Jaspritbumrah93) December 30, 2018
টিমে না থাকা ভুবিও ড্রেসিং রুমের ছবি টুইট করে দিয়েছেন।
No.1 Test team for a reason ????????. #TeamIndiapic.twitter.com/kjPByn4rHq
— Bhuvneshwar Kumar (@BhuviOfficial) December 30, 2018
পরপর বেশ কয়েকটি ছবি টুইট করেছেন শিখর ধাওয়ান।
'True grit and character' that's Mayank Agarwal! Well played @mayankcricket#TeamIndiapic.twitter.com/EbsLwxdMhp
— Shikhar Dhawan (@SDhawan25) December 30, 2018
The pace trilogy, they have bowled us over! ???? @Jaspritbumrah93@ImIshant@MdShami11#TeamIndiapic.twitter.com/YwgjmKB01j
— Shikhar Dhawan (@SDhawan25) December 30, 2018
Float like a butterfly, sting like a Bumrah???? What a spell @Jaspritbumrah93#TeamIndiapic.twitter.com/2Iws5spXhz
— Shikhar Dhawan (@SDhawan25) December 30, 2018
Now that's a historical punch on boxing day! Congratulations #TeamIndia. ???????? @BCCIpic.twitter.com/bu9JpZ6gc4
— Shikhar Dhawan (@SDhawan25) December 30, 2018
এ টেস্ট জয়ের অন্যতম কারিগর ছিলেন চেতেশ্বর পূজারা।
And that's a wrap on Melbourne! What a rollercoaster of a game it has been. Games like these bring out the true beauty of test cricket. Thank you all for your wishes. Ending 2018 with this lovely memory. On to the final one now! #AUSvINDpic.twitter.com/durwAO5HmC
— cheteshwar pujara (@cheteshwar1) December 30, 2018
সিরিজ জয়ের সংকল্প নিয়ে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আগামী ৩ জানুয়ারি থেকে।