ভারতের ক্রীড়া অর্থনীতির পুরোটাই প্রায় দখল করে রয়েছে ক্রিকেট। ক্রিকেটের সর্বগ্রাসী মনোভাব নিয়ে দেশের অন্যান্য খেলাধুলোর দুনিয়া আগে বারেবারেই সোচ্চার হয়েছে। ক্রিকেট খেলে ক্রোড়পতি ভারতে অন্তত অস্বাভাবিক ব্যাপার নয়। আইপিএলের দৌলতে বহু উঠতি তারকা ওকে মরশুমেই যে পরিমাণ অর্থ পেয়ে থাকেন, তা রীতিমত বিস্ময়কর।
তবে আইএসএল-এর দৌলতে ফুটবলাররাও এখন আর্থিকভাবে স্বাবলম্বী। বহু ভারতীয় ফুটবলারই কোটি কোটি টাকায় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখাচ্ছেন। সন্দেশ ঝিংগান, প্রভসুখন গিল, আয়ুশ শর্মা, আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা, গুরপ্রীত সিং, আনোয়ার আলিরা কোটি কোটি টাকা উপার্জন করছেন।
আর ভারতীয় ফুটবল-ও জনপ্রিয়তায় বেশ কয়েক কদম এগিয়ে গিয়েছে। ইগর স্টিম্যাচের টিম ইন্ডিয়া টানা তিনটে আন্তঃমহাদেশীয় টুর্নামেন্টেরম চ্যাম্পিয়ন হয়েছে কয়েক সপ্তাহের ব্যবধানে। ইন্টার কন্টিনেন্টাল কাপ, সাফ কাপ, কিংস কাপে জয়ী হয়ে জাতীয় দলের ফুটবলাররা বেশ বড়সড় আর্থিক পুরস্কারও পেয়েছে।
আরও পড়ুন: কামিন্সকে আটকাতে অস্ট্রেলিয়ার-ই পুরোনো 'শত্রু' এবার ইস্টবেঙ্গলে! ডার্বির লড়াই এবার সেয়ানে সেয়ানে
তবে ঘটনা হল, ভারতের ফুটবল ইতিহাসে সবথেকে ধনী ফুটবলার বর্তমান প্রজন্মের কেউ নন। সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের পোস্টার বয়। আগামী দিনের জাতীয় ফুটবলের সম্পদ ধরা হচ্ছে সাহাল আব্দুল সামাদকে। বাইচুং ভুটিয়া দীর্ঘদিন ভারতীয় ফুটবলের মুখ ছিলেন। বিদেশের ক্লাবেও খেলে এসেছেন সুনীল ছেত্রীর মত।
তবে অবাক হওয়ার মতো ঘটনা হল, এঁরা কেউই ভারতের ধনীতম ফুটবলার নন। ডিএনএ-এ প্রতিবেদন অনুযায়ী, ভারতের সবথেকে ধনী ফুটবলার গৌরমাঙ্গি সিং।
জাতীয় দলের হয়ে ৭১ ম্যাচ খেলা গৌরমাঙ্গির সম্পত্তির পরিমাণ বলা হচ্ছে ৪১ কোটি টাকা। ২০১৯-এ ফুটবল থেকে অবসর নেন। দীর্ঘ দেড় দশকের ফুটবল কেরিয়ারে মোহনবাগান, মাহিন্দ্রা ইউনাইটেড, স্পোর্টিং গোয়া, রাংদাজিয়াদ ইউনাইটেড, চার্চিল ব্রাদার্স, প্রয়াগ ইউনাইটেড, নেরোকা, ডিএসকে শিবাজিয়ান্স-এর হয়ে যেমন আইলিগে খেলেছেন, তেমন আইএসএল-এ খেলেছেন চেন্নাইয়িন, পুণে সিটির হয়ে।
খেলা ছেড়ে দেওয়ার পরেই কোচিংয়ে নাম লিখিয়েছেন গৌরমাঙ্গি। বেঙ্গালুরু ইউনাইটেডের সহকারী কোচ ছিলেন টানা তিন সিজন। এবার এফসি গোয়ায় মানোলো মার্কুয়েজের সহকারী হয়েছেন।
ডিএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে, সুনীল ছেত্রীর সম্পদের পরিমাণ ১১.৫ কোটি টাকা। বাইচুং ভুটিয়ার সম্পত্তি মেরকেটে ৫ কোটি। গৌরমাঙ্গি সিংয়ের অর্জিত সম্পত্তির পুরো উৎস ফুটবল থেকেই কিনা, তা স্পষ্ট করে বলা হয়নি।