একই দিনে জোড়া সুখবর। কয়েক ঘণ্টার ব্য়বধানেই ভারতের পুরুষ ও মহিলা দল টোকিও অলিম্পিকের যোগ্য়তা অর্জন করল ওড়িষার কলিঙ্গ স্টেডিয়ামে। আগামী বছর জাপানের রাজধানীতে 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এর টিকিট কেটে ফেলল টিম ইন্ডিয়া।
শনিবার টোকিও অলিম্পিকের বাছাই পর্বের ম্য়াচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারতের মেয়েরা ১-৪ গোলে হেরেও ইভেন্টের মূল পর্বে পৌঁছে গেল অন্য সমীকরণে। ভারত প্রথম লেগে ৫-১ গোলে মার্কিনিদের উড়িয়ে দিয়েছিল। দুই লেগ মিলিয়ে ৬-৫ জিতেই রানি রামপালরা ইতিহাস লিখলেন।
আরও পড়ুন-ভিডিও: শেষ এক দশকে ভারত-বাংলাদেশের সেরা পাঁচ টি-২০ পারফরম্য়ান্স
১৯৮০, ২০১৬-র পর এই নিয়ে তৃতীয়বার অলিম্পিকে যাচ্ছে ভারতের মহিলা হকি দল। ১৯৮০-র পরে অলিম্পিকে যেতে ভারতের ১৭ বছর অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু এবার চার বছরের মধ্য়েই তারা ফের অলিম্পিকে।
অন্য়দিকে ভারতের পুরুষ দল অলিম্পিকের বাছাই পর্বের ম্য়াচে রাশিয়ার ওপর রোডরোলার চালিয়ে দিল। বিশ্বের তাবড় দলকে ৭-১ গোলে গুঁড়িয়ে দিল মনপ্রীত সিংরা। প্রথম লেগে ভারত রাশিয়াকে হারিয়েছিল ৪-২ গোলে।দুই লেগ মিলিয়ে ভারত জিতল ১১-৩ ব্য়বধানে।