Indian Women Cricket Team Next Fixture: বিশ্বকাপ অতীত, ফের কবে ২২ গজে নামবেন হরমনপ্রীতরা?

Indian Women Cricket Team: বিশ্বকাপ আপাতত শেষ। আবার কবে খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল? ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে এই প্রশ্নটা উঁকি দিতে শুরু করেছে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Indian Women Cricket Team: বিশ্বকাপ আপাতত শেষ। আবার কবে খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল? ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে এই প্রশ্নটা উঁকি দিতে শুরু করেছে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

author-image
Koushik Biswas
New Update
Indian Women Cricket Team (13)

ভারতীয় মহিলা ক্রিকেট দল

Indian Women Cricket Team: ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারত এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচটি নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজন করা হয়। ফাইনাল ম্য়াচে ভারতীয় মহিলা ক্রিকেট দল ৫২ রানে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে ৫২ বছরের মধ্যে এই প্রথমবার বিশ্বজয় করল দেশের মহিলা ক্রিকেটাররা। একটা কথা না বললেই নয়, গোটা টুর্নামেন্ট জুড়েই হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। সেকারণে তাঁদের হাতেই শেষপর্যন্ত তাঁদের হাতেই উঠেছে বিশ্বকাপ ট্রফি। এই সাফল্যের পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে একটা প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। কবে এবং কোন দলের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেটাররা আগামী ম্য়াচ খেলতে নামবে?

Advertisment

Women's World Cup 2025: বিশ্বকাপ জিতে ভারত পেল ৯১ কোটি টাকা! পাকিস্তানের ঝুলিতে কত?

২০২৬ সালে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দল আপাতত একটা লম্বা ছুটি পেয়েছে। হরমনপ্রীত এবং তাঁর দল ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার (IND W vs AUS W) বিরুদ্ধে খেলতে নামবে। সেই সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অল ফরম্য়াট সিরিজ খেলতেই ক্যাঙারুদের দেশে পাড়ি দেবে টিম ইন্ডিয়া। এই সফরে ভারত তিন ম্য়াচের টি-২০ সিরিজ, তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ এবং একটি মাত্র টেস্ট ম্য়াচ খেলবে। এই সফরে সবার আগে টি-২০ সিরিজ খেলা হবে। এরপর একে একে ওয়ানডে এবং টেস্ট ম্য়াচের আয়োজন করা হবে। 

Advertisment

Indian Women Cricket Team: বিশ্বকাপ জয়ের পরও হবে না ভিকট্রি প্যারেড! মহিলাদের জন্য় আলাদা নিয়ম?

টি-২০ সিরিজের হাত ধরেই সফরের শুরুয়াত

আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-২০ সিরিজ। এই সিরিজের প্রথম ম্য়াচটি সিডনিতে আয়োজন করা হবে। দ্বিতীয় ম্য়াচটি ১৯ ফেব্রুয়ারি ক্যানবেরায় এবং তৃতীয় ম্য়াচটি ২১ ফেব্রুয়ারি অ্যাডিলেডে আয়োজন করা হবে। এবার ওয়ানডে সিরিজের সূচি নিয়ে আলোচনা করা যাক। আগামী ২৪ ফেব্রুয়ারি ব্রিসবেনে প্রথম ম্য়াচ আয়োজন করা হবে। দ্বিতীয় ম্য়াচ ২৭ ফেব্রুয়ারি এবং সিরিজের অন্তিম ম্য়াচটি ১ মার্চ হোবার্টে আয়োজন করা হবে। আগামী ৬ মার্চ থেকে একমাত্র টেস্ট ম্য়াচটি শুরু হবে। লাল বলের এই ম্য়াচটি পারথে আয়োজন করা হচ্ছে। 

Indian Women Cricket Team: কোন পথে বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত? দেখে নিন টিম ইন্ডিয়ার 'সফরনামা'

জুন মাসে হবে টি-২০ বিশ্বকাপ

এরপর আগামী মে মাসে তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডে যাবে। ২৮ মে থেকে ২ জুন পর্যন্ত চলবে এই সিরিজ। এরপর ইংল্যান্ডেই টি-২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে। আগামী ১৪ জুন ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম ম্য়াচ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। ভারত বনাম পাকিস্তান ম্য়াচটি বার্মিংহামে আয়োজন করা হবে।

IND W vs AUS W Indian Women Cricket Team