দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিরুদ্ধে ভারতীয় মহিলা দল প্রথম ওয়ান ডে-তেই নিশ্চিন্তে জয় ছিনিয়ে নিল। তিন ম্যাচের সিরিজ খেলতে নেমে এদিনই ভারতের প্রথম খেলা ছিল বরোদার রিল্যায়েন্স স্টেডিয়ামে। সেখানেই ৮ উইকেটে জিতল ভারত। ভারতের জয়ে নায়ক জাতীয় দলের জার্সিতে প্রথমবার খেলতে নামা প্রিয়া পুনিয়া। দক্ষিণ আফ্রিকার ১৬৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ভারত মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্য়ে পৌঁছে যায়। তা-ও আবার ৫০ বল বাকি থাকতে।
স্মৃতি মন্ধানার চোটে সুযোগ এসেছিল প্রিয়া পুনিয়ার কাছে। তিনি সেই সুযোগ পূর্ণমাত্রায় সদ্ব্যবহার করলেন। ১২৪ বলে ৭৫ রানের ঝকঝকে ইনিংস খেললেন তিনি। তাঁর ইনিংস সাজানো আটটি বাউন্ডারিতে। ২৩ বছরের তরুণী অভিষেকেই ভারতের জার্সিতে সর্বোচ্চ রান করার কৃতিত্ব অর্জন করলেন বুধবার।
শুরুতে জেমাইমা রড্রিগেজের সঙ্গে ওপেনিং জুটিতে ৮৩ রানের পার্টনারশিপ গড়েছিলেন প্রিয়া। পুনিয়ার সঙ্গে ব্যাট হাতে সফল রড্রিগেজও। তিনিও অর্ধশতরান করে যান। ১৯ বছরের রড্রিগেজ যখন আউট হন, তখন তাঁর নামের পাশে ৬৫ বলে ৫৫ রানের ইনিংস। সাতটা বাউন্ডারি হাকান তিনি। কেরিয়ারে এটাই রড্রিগেজের দ্বিতীয় হাফসেঞ্চুরি।
এর আগে টসে জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক সুনে লুস। ইনিংসের শুরুর বলেই ঝুলন গোস্বামী ফর্মে থাকা ওপেনার লিজেলে লিকে ফিরিয়ে বড়সড় ঝটকা দিয়েছিল। তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে প্রোটিয়াজ মহিলা দল। ৪৬ ওভারে মাত্র ১৬৪ রানেই আউট হয়ে যায় বিপক্ষ। ঝুলন গোস্বামী একাই নেন তিন-তিনটে উইকেট। শিখা পাণ্ডে, পুনম যাদব এবং একতা বিস্ত দুটো করে উইকেট নেন। শুক্রবার একই ভেন্যুতে ভারতীয় মহিলা দল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার মহিলা দলের।
Read the full article in ENGLISH