/indian-express-bangla/media/media_files/2025/11/03/devajit-saikia-5-2025-11-03-18-30-01.jpg)
বিশ্বকাপ জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দল
/indian-express-bangla/media/media_files/2025/11/03/devajit-saikia-1-2025-11-03-18-30-03.jpg)
৫২ বছর পর শাপমোচন
Indian Women Cricket Team: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের খেতাব জয় করেছে টিম ইন্ডিয়া। বহু বছর অপেক্ষার পর অবশেষে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২০২৪ সালে ভারতের পুরুষ ক্রিকেট দল যখন টি-২০ বিশ্বকাপ জয় করেছিল, সেইসময় মুম্বইয়ে ভিকট্রি প্য়ারেড আয়োজন করা হয়েছিল। সেখানে লাখ-লাখ ভারতীয় ক্রিকেট সমর্থক উপস্থিত হয়েছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/03/devajit-saikia-2-2025-11-03-18-30-02.jpg)
আদৌ হবে ভিকট্রি প্যারেড?
এরপর ২০২৫ আইপিএল টুর্নামেন্টে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু জয়লাভ করেছিল। তারপরও একটি সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। যদিও সেই অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের বাইরে যথেষ্ট হুড়োহুড়ি হয়। বেশ কয়েকজন প্রাণও হারিয়েছিলেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য আদৌ কোনও ভিকট্রি প্যারেড আয়োজন করবে BCCI? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
/indian-express-bangla/media/media_files/2025/11/03/devajit-saikia-2025-11-03-18-30-04.jpg)
কী বললেন দেবজিৎ শইকিয়া?
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া সংবাদসংস্থা IANS-কে এই ভিকট্রি প্যারেডের ব্যাপারে গোটা ছবিটা স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও পরিকল্পনা করা হয়নি। তিনি বললেন, 'এখনও পর্যন্ত ভিকট্রি প্যারেড সংক্রান্ত কোনওকিছু পরিকল্পনা করা হয়নি। আমি আপাতত আইসিসি বৈঠকের জন্য দুবাই চলে যাচ্ছি। কয়েকজন আধিকারিকও ওখানে যাবেন। ভারতে ফেরার পর এই ব্যাপারে আমরা পরিকল্পনা করব।' বেঙ্গালুরুতে ওই পদপিষ্টের ঘটনার পর BCCI এবার বুঝেশুনে পরিকল্পনা করতে চাইছে। আর সেকারণেই কোনও মন্তব্য করতে চাননি। তবে আগামী কয়েকদিনের মধ্যে জানা যাবে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভিকট্রি প্যারেড বেরোবে কী না।
/indian-express-bangla/media/media_files/2025/11/03/devajit-saikia-3-2025-11-03-18-30-01.jpg)
ধীরে চলো নীতি বোর্ডের
বেঙ্গালুরুতে ওই পদপিষ্টের ঘটনার পর BCCI এবার বুঝেশুনে পরিকল্পনা করতে চাইছে। আর সেকারণেই কোনও মন্তব্য করতে চাননি। তবে আগামী কয়েকদিনের মধ্যে জানা যাবে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভিকট্রি প্যারেড বেরোবে কী না।
/indian-express-bangla/media/media_files/2025/11/03/devajit-saikia-4-2025-11-03-18-30-01.jpg)
কেন দুবাই যাচ্ছেন বিসিসিআই সচিব?
ভিকট্রি প্যারেড সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়া ছাড়াও বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া জানালেন, আইসিসি-র বৈঠকে এশিয়া কাপ সংক্রান্ত আলোচনা করা হবে। তিনি বললেন, 'বেশ কয়েকজন আধিকারিক ওখানে উপস্থিত থাকবেন। এশিয়া কাপ ট্রফি সংক্রান্ত সমস্যার কথা আমরা আইসিসি-র কাছে তুলে ধরব। আশা করছি, ট্রফিকে সেখানেই রাখা উচিত, যেখানে সেটা যোগ্য সম্মান দিতে পারবে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us