/indian-express-bangla/media/media_files/2025/11/03/indian-women-cricket-team-12-2025-11-03-01-05-01.jpg)
ভারতীয় মহিলা ক্রিকেট দলের উল্লাস
Indian Women Cricket Team: ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপ (Women’s ODI World Cup 2025) ফাইনালে খেলতে নেমেছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা (IND W vs SA W)। এই ম্য়াচে দুটো দলই প্রথমবার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল। যদিও টিম ইন্ডিয়া শেষপর্যন্ত বাজিমাত করে এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়। নব্য মুম্বইয়ে আয়োজিত এই ম্য়াচে ভারতীয় মহিলা ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্য়ান্স করল। তবে ২০২৫ বিশ্বকাপে কেমন ছিল টিম ইন্ডিয়ার সফর? আসুন, সেই ব্যাপারে একবার আলোচনা করে নেওয়া যাক।
এমনই ছিল ভারতীয় ক্রিকেট দলের যাত্রা
২০২৫ বিশ্বকাপে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম ম্য়াচটা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচ বৃষ্টির কারণে ৪৭ ওভার খেলা হয় এবং ভারত ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান করেছিল। এর জবাবে শ্রীলঙ্কা ৪৫.৪ ওভারে ২১১ রান করতে পারে। আর এভাবেই ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে টিম ইন্ডিয়া ৫৯ রানে জয়লাভ করে টিম ইন্ডিয়া।
IND W vs SA W Live Cricket Score, Final: বিশ্বজয় করল টিম ইন্ডিয়া, ইতিহাস লিখল ভারতের মেয়েরা
দ্বিতীয় ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে স্মরণীয় জয়লাভ করেছিল ভারতীয় ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে ২৪৭ রান করেছিল। এর জবাবে পাকিস্তান ১৫৯ রানে অলআউট হয়ে যায়। আর এভাবে ভারত পাকিস্তানকে ৮৮ রানে পরাস্ত করে।
Women’s World Cup Final 2025: শেফালি ভার্মার দুর্দান্ত কামব্যাক, তিন বছরের অপেক্ষার অবসান!
পরপর তিনটে ম্য়াচ হেরেছিল ভারত
প্রথম দুটো ম্য়াচ জেতার পর টিম ইন্ডিয়া লাগাতার ৩ ম্য়াচে হেরে যায়। দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ভারতকে পরাস্ত করেছিল। এরপর অস্ট্রেলিয়াও ৩ উইকেটে হারায় ভারতকে। এমনকী, ইংল্যান্ডও টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করে এবং ৪ উইকেটে জয়লাভ করে।
IND W vs SA W Latest Update: রিচার আগে কেন আমনজ্যোৎ? হরমনপ্রীতকে 'তুলোধনা' ভারতীয় সমর্থকদের
এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে তারা ৪৯ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩৪০ রান করে। এই রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ৪৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান করেছিল। বৃষ্টির কারণে ভারতীয় ক্রিকেট দল এই ম্য়াচে ৫৩ রানে জয়লাভ করে। এই জয়ের পাশাপাশি সেমিফাইনালেও রাস্তাও মসৃণ হয়ে যায় টিম ইন্ডিয়ার সামনে। লিগ পর্যায়ের শেষ ম্য়াচটা বাংলাদেশের বিরুদ্ধে খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। তবে এই ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়।
সেমিফাইনাল ম্য়াচে ভারতের ঐতিহাসিক জয়
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ ইতিহাসের সর্বাধিক রান তাড়া করে টিম ইন্ডিয়া ফাইনালের টিকিট কনফার্ম করেছিল। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ৩৩৮ রান করেছিল। এর জবাবে ভারত ৪৮.৩ ওভারে জেমিমা রডরিগসের দুরন্ত শতরানের দৌলতে ৫ উইকেটে জয়লাভ করে। জেমিমা ১৩৪ বলে ১২৭ রান করেছিলেন।
ফাইনাল ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ৫২ রানে জয়লাভ করল। প্রথমবার জিতল বিশ্বকাপ খেতাব। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ইতিহাস কায়েম করল টিম ইন্ডিয়া।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us