Smriti Mandhana boyfriend Palash Muchhal: ভারতীয় মহিলা দলের তারকা ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা দেশের জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম। তিনি গত বহু বছর ধরে ভারতের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করছেন। মান্ধনা শুধু ভারতেই নয় বিশ্বের অন্যতম জনপ্রিয়তম মহিলা ক্রিকেটার। উইমেন্স প্রিমিয়ার লিগ ছাড়াও তিনি বিগ ব্যাশ লিগেও তার দক্ষতা দেখিয়েছেন। গায়ক ও সুরকার পলাশ মুছালের সঙ্গে ডেটিং করছেন মান্ধনা। এমনটাই জানা গিয়েছে। শুধু জনপ্রিয়তা নয়, উপার্জনের দিক থেকেও মান্ধনা তার প্রেমিকের থেকে এগিয়ে।
পলাশ মুছলকে ডেট করছেন মন্ধনা
২০১৭-এর পর থেকেই স্মৃতি মান্ধানাকে জাতীয় ক্রাশ। গত বছর গায়ক পলাশ মুছালের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এলে অনেক ক্রিকেট সমর্থকের হৃদয় ভেঙে যায়। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দুজনেই দীর্ঘদিন ধরে একে অন্যকে ডেট করছেন।
বয়ফ্রেন্ডের চেয়েও বেশি সম্পত্তি রয়েছে স্মৃতির
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, স্মৃতি মান্ধনার মোট সম্পত্তি ৩৩ কোটি টাকা। তিনি দেশের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটারদের মধ্যে একজন। মান্ধনার আয়ের অনেক উৎস রয়েছে। যেগুলোতে ক্রিকেট ছাড়াও আনুষঙ্গিক বিষয় থেকেও আয়ও করেন তিনি। যেখানে পলাশ মুছালের মোট সম্পদের পরিমাণ ২০ কোটি টাকা।
ক্রিকেট থেকে মান্ধানার আয়
মান্ধানার আয়ের সবচেয়ে বড় উৎস ক্রিকেট। বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্রাক্টে তাকে এ গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জন্য তিনি বার্ষিক ৫০ লাখ টাকা পান। একই সময়ে, টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টির জন্য যথাক্রমে ৪ লাখ, ২ লাখ এবং ২.৫ লাখ টাকা ম্যাচ ফি পাওয়া যায়। এছাড়া আরসিবির হয়ে এক মরশুম খেলার জন্য তিনি পেয়েছেন ৩.৪ কোটি টাকা।
এছাড়াও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে আয়ের পরিমাণ কোটি কোটি টাকা
ফোর্বসের মতে, সাম্প্রতিক সময়ে স্মৃতি মান্ধনার ব্র্যান্ড ভ্যালু উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বছরে একটি বিজ্ঞাপনের জন্য ১-১.২ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন। মান্ধনা গুভি, হিরো মোটোকর্প, বুস্ট, হুন্ডাই, ইকুইটাস ব্যাংক, গার্নিয়ার, রেড বুল, মাস্টারকার্ড, স্পেকটাকম, বিএএস, আইটিসি ভিভেল, অ্যালকন ল্যাবরেটরিজ এবং আমস্ট্রাড ইন্ডিয়ার মতো ব্র্যান্ডগুলিকে প্রমোট করেন ৷
পলাশ একজন মিউজিক কম্পোজার
পলাশ চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা করেন। এছাড়া বোন পলককে নিয়ে বিভিন্ন জায়গায় শো করেন তিনি। বিদেশে শো করার জন্য তাদের কোটি কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়। এ ছাড়া পলাশ একজন চলচ্চিত্র পরিচালকও। দুটি চলচ্চিত্র ও অনেক মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তিনি।