/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/09/Indian-women-football.jpeg)
ভারতীয় ফুটবলে বড় খবর। মহিলাদের জাতীয় দলের দুই তারকা ফুটবলার সৌম্যা গুগলথ এবং তাঁর গোকুলাম কেরালা সতীর্থ জ্যোতি চৌহান এক বছরের চুক্তিতে সই করলেন ইউরোপের বিখ্যাত ক্লাব ক্রোয়েশিয়ার ডায়নামো জাগ্রেব দলে। এই প্ৰথমবার ডায়নামোয় কোনও বিদেশি ফুটবলার সই করলেন। ক্রোয়েশিয়ান জায়ান্ট ক্লাবে এই দুই তারকা ভারতীয়ই প্ৰথম আন্তর্জাতিক বিদেশি হিসাবে চুক্তিবদ্ধ হলেন।
ক্রোয়েশিয়ায় সফল ট্রায়ালের পর দুই ভারতীয় তারকার ভাগ্যে শিকে ছিঁড়ল। দুজনেই গত সিজনে গোকুলাম কেরালার হয়ে আইলিগ জিতেছিলেন।
We congratulate Soumya Guguloth and Jyoti Chouhan on signing with their new club @ZNK_Dinamo and wish them the best of success in Croatia 🇭🇷 🙌#BackTheBlue 💙 #ShePower 👧 #IndianFootball ⚽ pic.twitter.com/3tZvTVuHCw
— Indian Football Team (@IndianFootball) September 1, 2022
ডায়নামো জাগ্রেবে সুযোগ পাওয়ার আগে দুই ভারতীয়কেই পাঁচ বিখ্যাত আন্তর্জাতিক ক্লাবের (সিডনি ওয়ান্ডার্স এফসি, মেলবোর্ন ভিকট্রি, রেঞ্জার্স এফসি, ডায়নামো জাগ্রেব, মারবেলা এফসি) কোচেদের তত্ত্বাবধানে কোচিং নিয়েছিলেন। তারপরেই পেশাদারি কেরিয়ারে দুর্ধর্ষ সুযোগ পেলেন দুজন। এর আগে কলকাতায় দুজন ট্রেনিং ম্যাচও খেলে গিয়েছেন। দুজনের স্কিলে মুগ্ধ হয়ে জাগ্রেবের বিখ্যাত ক্লাব দুই ভারতীয়কে ডেকে নিতে দেরি করেনি।