করোনা-সঙ্কটে হরিয়ানার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের ছয় মাসের বেতন দান করলেন সে রাজ্যের তারকা কুস্তিগির বজরঙ্গ পুনিয়া। ২০১৯-এর বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী বজরঙ্গ টুইট করে জানিয়েছেন, "আমার ছ’মাসের বেতন আমি রাজ্যের মুখমন্ত্রী মনোহর লাল খট্টরের ত্রাণ তহবিলে দান করলাম। এই তহবিলে মুক্ত হস্তে দান করতে সবাইকে আবেদন জানাচ্ছি।" রেলওয়েজে 'অফিসার অন স্পেশাল ডিউটি' পদে কর্মরত বজরঙ্গের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে করোনা-প্রসঙ্গে বজরঙ্গ বলেছেন, "এই মুহূর্তে আমাদের সবাইকে করোনার বিষয়ে সতর্ক থাকতে হবে। এর মানে এই নয় যে আমি ট্রেনিং বন্ধ করে দিয়েছি। রোজই ট্রেনিং করছি আমি। কিন্তু একই সঙ্গে সতর্কও থাকছি।"
অন্যদিকে, ২০১১-র বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য এবং বিজেপি সাংসদ গৌতম গম্ভীর নিজের সাংসদ তহবিল থেকে দিল্লির সরকারি হাসপাতালগুলিকে করোনা-যুদ্ধের মোকাবিলায় ৫০ লক্ষ টাকা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন।
পিছিয়ে নেই পাঠান-ভাইয়েরাও। দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান এবং ইউসুফ পাঠানও বরোদার স্থানীয় প্রশাসনকে ৪,০০০ মাস্ক দান করে করোনা-যুদ্ধে শামিল হয়েছেন।
গতকাল জানা যায়, লকডাউন জনিত উদ্বেগের আবহে বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ 'মহারাজ' গঙ্গোপাধ্যায় দরিদ্র রাজ্যবাসীর সাহায্যার্থে ৫০ লক্ষ টাকার চাল বিনামূল্যে বিতরণ করবেন।
একটি বিবৃতি দিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) তাঁর এই পদক্ষেপের জন্য সৌরভকে ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “সৌরভ গাঙ্গুলি এবং লালবাবা রাইস এভাবে এগিয়ে এসে যেসব দরিদ্র মানুষজনকে সরকারি স্কুল ভবনে রাখা হয়েছে তাঁদের নিরাপত্তার জন্য, তাঁদের বিনামূল্যে ৫০ লক্ষ টাকার চাল বিতরণ করছেন, তা আমাদের মনে আশা জাগায়।”