/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/J.jpg)
কপিলের শোয়ে এবার কপিল অ্যান্ড কোং (ছবি-টুইটার)
লর্ডসের স্মৃতি ফিরছে টেলিভিশনে। ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’ পরের এপিসোডে থাকছেন কপিল দেব। দেশের প্রথম বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন একাই আসছেন না। হরিয়ানা হ্যারিকেনের সঙ্গে থাকছেন ভারতীয় ক্রিকেটে ইতিহাসে লেখা দলের আরও অনেক সদস্যই।
কপিলের সঙ্গে দেখা যাচ্ছে মহিন্দর অমরনাথ, সন্দীপ পাটিল, দীলিপ বেঙ্গসরকার, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, রজার বিনি, কীর্তি আজাদ, মদন লাল, সইদ কিরমানি, বলবিন্দর সান্ধু, যশপাল শর্মা ও সুনীল ভালসনরা। যদিও এই দলের স্টার সদস্য সুনীল গাভাস্করকে পাওয়া যায়নি এই শোয়ে।
আরও পড়ুন: কপিল দেবের বেশে রণবীর সিং, সৌজন্যে কবীর খান
Cricket ki duniya se inspired jaaniye kya hai Sapna ke yeh anokhe massages! Dekhiye 1983 World Champions ke saath #TheKapilSharmaShow, iss Sat-Sun, raat 9:30 baje. @therealkapildev@harbhajan_singh@KapilSharmaK9pic.twitter.com/tU4EWzJX9O
— Sony TV (@SonyTV) March 7, 2019
Don’t miss the historical episode of #tkss this weekend. Winning team of #1983worldcup together in #thekapilsharmashow ???????????????????? @sonytvofficial @therealkapildevpic.twitter.com/n3FKyQGb07
— KAPIL (@KapilSharmaK9) March 6, 2019
সম্প্রচারক চ্যানেল সোনি টিভি ইতিমধ্য়েই এই শোয়ের প্রোমাে শেয়ার করেছে টুইটারে। সেখানে সঞ্চালক কপিল জানিয়েছেন যে, তাঁর বাবা কপিল দেবকে দেখেই তাঁর নাম কপিল রেখেছিলেন। চলতি বছরই কপিল দেবের বায়োপিকও মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির নাম এইটটিথ্রি। কপিলের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। ১৯৮৩-র ২৫ জুন লর্ডসকে ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ পেয়েছিল কপিলের ভারত।