FIFA WCQ: ভারতের বিশ্বকাপের দরজা কার্যত বন্ধ হয়ে গেল

ওমানের কাছে ১-০ গোলে হেরেই ভারতের বিশ্বকাপের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল। ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বে সুনীল ছেত্রী অ্যান্ড কোংয়ের হাতে আর সেঅর্থে কিছুই থাকল না।

ওমানের কাছে ১-০ গোলে হেরেই ভারতের বিশ্বকাপের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল। ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বে সুনীল ছেত্রী অ্যান্ড কোংয়ের হাতে আর সেঅর্থে কিছুই থাকল না।

author-image
IE Bangla Web Desk
New Update
India’s chances of qualifying for Qatar 2022 look bleaker after 1-0 loss to Oman

ম্য়াচের পর হতাশ টিম ইন্ডিয়া (ছবি-টুইটার, ইন্ডিয়ান ফুটবল টিম)

ওমান- ১ (মুহসেন আল-ঘাসানি ৩৩')
ভারত-০

মাসকাটে গিয়ে ওমানের কাছে হারল ভারত। ব্লু টাইগার্সদের বিশ্বকাপের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল। ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বে সুনীল ছেত্রী অ্যান্ড কোংয়ের হাতে আর সেঅর্থে কিছুই থাকল না।

Advertisment

গত ম্য়াচে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে কোনওরকমে মানরক্ষা করেছিল ভারত। মঙ্গলবার ওমানের কাছে প্রথমার্ধে গোল হজম করার পর আর ম্য়াচেই ফিরতে পারলেন না সুনীলরা।

Advertisment

গ্রুপ 'ই'র পাঁচ দলের মধ্য়ে ভারত এখন চারে। বিশ্বকাপের বাছাই পর্বে ভারত পাঁচ ম্য়াচে খেলে ফেলল। তিনটি ম্য়াচে ড্র করেছে আর জোড়া হারের সাক্ষী থাকল ইগর স্টিম্য়াচের শিষ্য়রা। পাঁচ ম্য়াচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকল কাতার, দুয়ে ওমান (১২), তিনে আফগানিস্তান (৪), চারে ভারত (৩) ও পাঁচে বাংলাদেশ (১)

গ্রুপ পর্যায়ে শীর্ষ স্থানে শেষ করা দল স্বাভাবিক ভাবেই পরের রাউন্ডের জন্য় কোয়ালিফাই করে যাবে। ভারতের কাছে এখনও লিগ টেবিলে দুয়ে শেষ করে বিশ্বকাপের স্বপ্ন জিইয়ে রাখার একটা সুযোগ থাকছে। যদিও সেই সমীকরণটা মোটেই সহজ নয়। আগামী তিনটি ম্য়াচই স্টিম্য়াচের শিষ্য়দের বড় ব্য়বধানে জিততে হবে। বিরাট গোল পার্থক্য়ে ওমানের সঙ্গে ৯ পয়েন্টের ফারাক মুছে ফেলতে হবে। কিন্তু ভারতের সাম্প্রতিক ফর্ম দেখে সেই আশা সুনীলদের অতি বড় ভক্তও করতে পারবেন না।

Read full story in English

oman India Sunil Chhetri