Champions Trophy: দক্ষিণ আফ্রিকা শনিবার ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ বি ম্যাচ শেষ হওয়ার পরই করাচি ছেড়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। অস্ট্রেলিয়াও তখনই দুবাই পৌঁছাবে, কারণ তারা শুক্রবার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে।
তবে, উভয় দলই রবিবার দুবাইয়ে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার গ্রুপ ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে জানতে পারবে না যে তারা সেমিফাইনালে কাদের মুখোমুখি হবে এবং তাদের ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে—দুবাই না লাহোর।
সেমিফাইনালের লাইনআপের উপর নির্ভর করে, একটি দল আবার লাহোরে ফিরে যাবে, যেখানে তারা বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। ভারত পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় সেমিফাইনাল দুটি ভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে, যা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ভ্রমণের পরিকল্পনাকে জটিল করে তুলেছে।
ভারতের সেমিফাইনাল ম্যাচ মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আর দ্বিতীয় সেমিফাইনাল লাহোরে বুধবার অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি রবিবার হবে, যা দুবাই বা লাহোরের যেকোনো একটিতে অনুষ্ঠিত হবে, নির্ভর করবে ভারতের ফাইনালে যোগ্যতা অর্জনের উপর।
"আমরা চেয়েছিলাম দলগুলোকে দুবাইয়ের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় দিতে। সোমবার ভ্রমণ করলে তাদের প্রস্তুতি কঠিন হয়ে যেত," আইসিসির একটি সূত্র জানিয়েছে।
ভারতের সব ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ায় হাইব্রিড মডেলটি ইতোমধ্যেই বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়েছে।
এছাড়া, সেমিফাইনাল ম্যাচ দুটি মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত হওয়ার বিষয়টি কিছুটা বিভ্রান্তিকর, কারণ ফাইনালের আগে তিন দিনের বিরতি রাখা হয়েছে। সেমিফাইনাল যদি বুধবার ও বৃহস্পতিবার হতো, তাহলে পাকিস্তান থেকে দুবাই ভ্রমণকারী দলগুলোর জন্য একটু বেশি বিশ্রামের সুযোগ থাকত।