Advertisment

ভারতের লজ্জা! মেলবোর্নে ফিরল স্বাধীনতার আগের স্মৃতি

বক্সিং-ডে টেস্টের তৃতীয় দিন স্বাক্ষী থাকল ভারতীয় ক্রিকেটের অন্যতম লজ্জাজনক অধ্যায়ের। ১৫১ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়ার পরেই ধস নামে ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপে।

author-image
IE Bangla Web Desk
New Update
BCCI

ভারতের লজ্জা! মেলবোর্নে ফিরল স্বাধীনতার আগের স্মৃতি (ছবি-টুইটার)

শুক্রবার বক্সিং-ডে টেস্টের তৃতীয় দিন স্বাক্ষী থাকল ভারতীয় ক্রিকেটের অন্যতম লজ্জাজনক অধ্যায়ের। ১৫১ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়ার পরেই ধস নামে ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপে। মাত্র ৬ রানের মধ্যে মিডল অর্ডার (৩ থেকে ৬ নম্বর) গুঁড়িয়ে যায়।

Advertisment

ভারতীয় মিডল অর্ডারের এই ব্যর্থতা শেষ ৭২ বছরে দেখা যায়নি। শেষবার এই অল্প সংখ্যক রানে ভারতের মিডল অর্ডার গুটিয়ে গিয়েছিল ১৯৪৬ সালে। সেবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে ৬ রানে শেষ হয়ে যায় ভারতের মিডল অর্ডার। এরপর ১৯৬৯ সালে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯ রানে ঘটেছিল একই ঘটনা। ১৯৮৩-তে এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল আহমেদাবাদে। সেবার ভারত খেলছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

আরও পড়ুন: পাঁচ উইকেট হারিয়ে ৩৪৬ রানের লিড ভারতের

গত ইনিংসে ভারতের দুই সর্বোচ্চ স্কোরার চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি এদিন কোনও রান না-করেই ফিরে যান। এমনকি অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মার হাত থেকে আসে যথাক্রমে ১ ও ৫ রান। এদিন অজি বোলারদের মধ্যে মাত করেন প্যাট কামিন্স। ছ’ওভার হাত ঘুরিয়ে তুলে নেন চার উইকেট। মাত্র ১০ রান খরচ করেছেন তিনি।  হনুমা বিহারী (১৩), চেতেশ্বর পূজারা (০), বিরাট কোহলি (০) ও অজিঙ্ক রাহানে (০) তাঁর শিকার হন।

India BCCI Cricket Australia
Advertisment