Advertisment

বড় ধাক্কা! ম্যাঞ্চেস্টার টেস্টের পর বাতিল ভারতের নিউজিল্যান্ড সফরও

নভেম্বরে ভারত সফর থেকে দেশে ফিরে কিউয়ি তারকারা ১৪ দিনের কোয়ারেন্টিন সারবেন ক্রিসমাসের আগে। এর জন্য বাংলাদেশের বিপক্ষে বক্সিং ডে টেস্ট আয়োজন করতে পারবে না নিউজিল্যান্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা সংক্রান্ত নিয়ম কানুন এবং ঠাসা ক্রীড়াসূচির কারণে বাতিল হয়ে গেল ভারতের নিউজিল্যান্ড সফর। ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিনটে ওয়ানডে ম্যাচ খেলার জন্য কোহলিদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হত।

Advertisment

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র কিউয়ি প্রচার মাধ্যমে জানিয়েছেন, আগামী বছরে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের পরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড। নভেম্বরে আবার নিউজিল্যান্ড ভারত সফরে আসছে দুটো টেস্ট এবং তিনটে টি২০ খেলার জন্য।

আরও পড়ুন: বুমরাকে যা গালি দিয়েছিল, মুখে আনা যাবে না! প্রকাশ্যে বিষ্ফোরণ শার্দূলের

চলতি বছরে নিউজিল্যান্ড দেশের মাটিতে বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। এর মধ্যে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পাশাপাশি সাত দলের মহিলা বিশ্বকাপও আয়োজন করতে হবে ব্ল্যাক ক্যাপসদের।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান কার্যনির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, "দীর্ঘ শীতের মরশুম কাটিয়ে ক্রিকেটাররা ফিরে আসছে। ওদের দিকে নজর রাখতেই হবে। পরিবারের সঙ্গেও যাতে পর্যাপ্ত সময় কাটাতে পারে, সেদিকেও খেয়াল রাখা উচিত।" নভেম্বরে ভারত সফর থেকে দেশে ফিরে কিউয়ি তারকারা ১৪ দিনের কোয়ারেন্টিন সারবেন ক্রিসমাসের আগে। এর জন্য বাংলাদেশের বিপক্ষে বক্সিং ডে টেস্ট আয়োজন করতে পারবে না নিউজিল্যান্ড। টেস্ট সিরিজের শুরু হতে পারে ২৮ ডিসেম্বর বা তার পরে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team New Zealand
Advertisment