Advertisment

বিরাটদের গায়ে উঠল না কমলা জার্সি, বিক্রি শুরু হয়ে গেল বাজারে

আগামী ৩০ জুন এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচেই বিরাট কোহলিদের দেখা যাবে নতুন কমলা রঙের অ্য়াওয়ে জার্সিতে।পঞ্চাশ ও কুড়ি ওভারের জন্য় বরাদ্দ চিরাচরিত নীল জার্সির বদলে কমলা জার্সিতেই মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।

author-image
IE Bangla Web Desk
New Update
India's orange away jersey out? Images of second kit surface online

বিরাটদের গায়ে উঠল না কমলা জার্সি, বিক্রি শুরু হয়ে গেল বাজারে

ICC Cricket World Cup 2019: আগামী ৩০ জুন এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচেই বিরাট কোহলিদের দেখা যাবে নতুন কমলা রঙের অ্য়াওয়ে জার্সিতে। এমনটাই খবর। পঞ্চাশ ও কুড়ি ওভারের জন্য় বরাদ্দ চিরাচরিত নীল জার্সির বদলে কমলা জার্সিতেই মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। মেন ইন ব্লু হয়ে যাচ্ছে মেন ইন অরেঞ্জ!

Advertisment

এই খবর প্রকাশিত হওয়ার পরেই ভারতীয় ফ্যানেদের মধ্যে নতুন জার্সি নিয়ে একটা উন্মাদনা তৈরি হয়েছে। সোশাল মিডিয়াতে নতুন জার্সির ছবি ছেয়ে গিয়েছে। কেউ কেউ দাবি করেছেন যে, বিরাটদের জার্সি প্রস্তুতকারক সংস্থা নাইকের অফিসিয়াল শোরুমে নাকি এই নীল-কমলা জার্সি বিক্রি হচ্ছে। সেরকমই কিছু পোস্ট এই প্রতিবেদনে দেওয়া রইল।

আরও পড়ুন: ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের ‘কমলা’ অভিষেকের অপেক্ষায় বিশ্বকাপ

ফুটবলের মতোই এবার ক্রিকেট বিশ্বকাপে হোম-অ্যাওয়ে কিট সিস্টেম চালু করার ভাবনা নিয়েছে আইসিসি। সমস্ত দল যদিও এই নিয়ম মানেনি। ভারত, ইংল্যান্ড, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দলের জার্সির রং অনেকটা একই রকম। তাই এই দলগুলি পরস্পরের মুখোমুখি হলে কোনও একটি দলকে অ্যাওয়ে কিটের শরণাপন্ন হতে হবে। এমনটাই বলেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কিন্তু নতুন জার্সির ব্যাপারে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

BCCI Virat Kohli Cricket World Cup
Advertisment