৯২ সালের রেট্রো জার্সি পড়ে খেলতে নেমেছিল ভারত। আর ভারতের পারফরম্যান্সও যেন সেই আদিম যুগে পরে থাকল। জঘন্য বোলিং, কুৎসিত ফিল্ডিংয়ে বোঝাই যায়নি যে টিম ইন্ডিয়া খেলছে। দিনের শেষে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ৩৭৪ রানের পাহাড় বানিয়ে ফেলল।
ফিঞ্চ (১২৪ বলে ১১৪) এবং স্মিথ (৬৬ বলে ১০৫) জোড়া শতরান করে গেলেন। ওয়ার্নার নিজেও ওপেনিংয়ে নেমে ৭৬ বলে ৬৯ করে যান। আইপিএলে চূড়ান্ত ফ্লপ গ্লেন ম্যাক্সওয়েল ১৯ বলে বিধ্বংসী ৪৫ করেন।
আরো পড়ুন: মাঠেই ভয়ঙ্কর বিক্ষোভের মুখে কোহলিরা! আদানি-প্রতিবাদে ক্রিকেটারদের নিরাপত্তা সংশয়ে
একের পর এক ক্যাচ মিস, বাউন্ডারি সেভ করতে পারার ব্যর্থতা- চূড়ান্ত লজ্জার মুখে পড়ল ভারতের ফিল্ডিং। শুরুতেই শিখর ধাওয়ান পাওয়ার প্লে-তে ফিঞ্চের ক্যাচ মিস করে বসেন। সেখান থেকে ফিঞ্চ সেঞ্চুরি করে যান। এরপর যুজবেন্দ্র চাহাল, মায়াঙ্ক আগারওয়াল, শিখর ধাওয়ান ফের একবার ক্যাচ মিস করেন। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মত সুপার ফিট ক্রিকেটাররাও মিস ফিল্ড করে বসেন।
India’s over rate is appalling ... !!! Body language defensive ... fielding is my standard (shocking) ... Bowling ordinary !!! Aussies on the other hand have been outstanding ... Long tour for India me thinks ... #AUSvIND @FoxCricket @cricbuzz !!!
— Michael Vaughan (@MichaelVaughan) November 27, 2020
India’s fielding has been quite ordinary today. Hope it’s a one-off. #AusvInd
— Aakash Chopra (@cricketaakash) November 27, 2020
The perfect inns for Aus so far. Excellent Finch ???? and partnership with Warner, Smith motoring and Maxi on ????. India need some magic here at the end. Fielding not helping. Interesting run chase coming up! @FoxCricket #AUSvIND
— Isa Guha (@isaguha) November 27, 2020
কমেন্ট্রি করতে বসে সঞ্জয় মঞ্জরেকর যেমন বলেই দিলেন, ভারত মনে হচ্ছে রেট্রো মুডে খেলছে। বোলিংয়েও অবস্থা তথৈবচ। সফলতম মহম্মদ শামি। ১০ ওভারে ৫৯ রান খরচ করে তুলে নিয়েছেন ৩ উইকেট। বাকিদের অবস্থা কহতব্য নয়। বুমরা, সাইনি, চাহাল, জাদেজা নিজেদের ১০ ওভারের কোটায় খরচ করেছেন ৭৩, ৮৩, ৭৯, ৬৩ রান।
বিশাল এই রান তাড়া করতে নেমে শুরুতেই ভারত ব্যাকফুটে। স্কোরবোর্ডে ৮০ রান ওঠার আগেই ভারতের টপ অর্ডারের তিন তারকা প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। আউট হয়েছেন মায়াঙ্ক আগারওয়াল (১৮ বলে ২২), শিখর ধাওয়ান (২৪ বলে ৩০) এবং ক্যাপ্টেন বিরাট কোহলি (২১ বলে ২১)।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন