Advertisment

জার্সি বদলাতেই পুরোনো যুগের জঘন্য ফিল্ডিং-বোলিং! হারের সামনে কোহলিরা

অস্ট্রেলিয়া যদিও আন্তর্জাতিক ক্রিকেটে আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলেছে। টসে জিতে সিডনিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

৯২ সালের রেট্রো জার্সি পড়ে খেলতে নেমেছিল ভারত। আর ভারতের পারফরম্যান্সও যেন সেই আদিম যুগে পরে থাকল। জঘন্য বোলিং, কুৎসিত ফিল্ডিংয়ে বোঝাই যায়নি যে টিম ইন্ডিয়া খেলছে। দিনের শেষে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ৩৭৪ রানের পাহাড় বানিয়ে ফেলল।

Advertisment

ফিঞ্চ (১২৪ বলে ১১৪) এবং স্মিথ (৬৬ বলে ১০৫) জোড়া শতরান করে গেলেন। ওয়ার্নার নিজেও ওপেনিংয়ে নেমে ৭৬ বলে ৬৯ করে যান। আইপিএলে চূড়ান্ত ফ্লপ গ্লেন ম্যাক্সওয়েল ১৯ বলে বিধ্বংসী ৪৫ করেন।

আরো পড়ুন: মাঠেই ভয়ঙ্কর বিক্ষোভের মুখে কোহলিরা! আদানি-প্রতিবাদে ক্রিকেটারদের নিরাপত্তা সংশয়ে

একের পর এক ক্যাচ মিস, বাউন্ডারি সেভ করতে পারার ব্যর্থতা- চূড়ান্ত লজ্জার মুখে পড়ল ভারতের ফিল্ডিং। শুরুতেই শিখর ধাওয়ান পাওয়ার প্লে-তে ফিঞ্চের ক্যাচ মিস করে বসেন। সেখান থেকে ফিঞ্চ সেঞ্চুরি করে যান। এরপর যুজবেন্দ্র চাহাল, মায়াঙ্ক আগারওয়াল, শিখর ধাওয়ান ফের একবার ক্যাচ মিস করেন। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মত সুপার ফিট ক্রিকেটাররাও মিস ফিল্ড করে বসেন।

কমেন্ট্রি করতে বসে সঞ্জয় মঞ্জরেকর যেমন বলেই দিলেন, ভারত মনে হচ্ছে রেট্রো মুডে খেলছে। বোলিংয়েও অবস্থা তথৈবচ। সফলতম মহম্মদ শামি। ১০ ওভারে ৫৯ রান খরচ করে তুলে নিয়েছেন ৩ উইকেট। বাকিদের অবস্থা কহতব্য নয়। বুমরা, সাইনি, চাহাল, জাদেজা নিজেদের ১০ ওভারের কোটায় খরচ করেছেন ৭৩, ৮৩, ৭৯, ৬৩ রান।

বিশাল এই রান তাড়া করতে নেমে শুরুতেই ভারত ব্যাকফুটে। স্কোরবোর্ডে ৮০ রান ওঠার আগেই ভারতের টপ অর্ডারের তিন তারকা প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। আউট হয়েছেন মায়াঙ্ক আগারওয়াল (১৮ বলে ২২), শিখর ধাওয়ান (২৪ বলে ৩০) এবং ক্যাপ্টেন বিরাট কোহলি (২১ বলে ২১)।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia BCCI
Advertisment